Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শারীরিক অসুস্থতার কারণে জামিন পেলেন নওয়াজ শরিফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

প্রাক্তন প্রধানমন্ত্রী, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের ‘সুপ্রিমো’, নওয়াজ শরিফকে গদতাল জামিন দিয়েছে পাকিস্তানের আদালত। শারীরিক অসুস্থতার কারণে এদিন তাঁকে জামিন দেয়া হয়েছে। অ্যাকিউট ইমিউন ডিজঅর্ডারে ভুগছেন নওয়াজ শরিফ। গত সোমবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে লাহোরের সার্ভিস হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাকিউট ইমিউন ডিজঅর্ডারের কারণে তার প্লেটলেট কাউন্ট অস্বাভাবিক হারে কমে গেছে। যে কারণে রক্তক্ষরণও হচ্ছে। তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড জানিয়েছে, সম্পূর্ণ সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লাগবে শরিফের।
সোমবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় লাহোরের সার্ভিস হাসপাতালে ভর্তি করা হয় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের সুপ্রিমো, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। রক্তপরীক্ষায় দেখা যায়, প্লেটলেট কাউন্ট অসম্ভব কমে গেছে। নওয়াজ শরিফের ছেলে লন্ডন থেকে ট্যুইট করে অভিযোগ তোলেন, জেলে তার উপর বিষ প্রয়োগ করা হয়েছিল। যে কারণে অস্বাভাবিক হারে প্লেটলেট কাউন্ট কমেছে। দুর্নীতির মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত শরিফকে হাসপাতালে ভরতি করতে গড়িমসি নিয়েও ইমরান খান সরকারের দিকে অভিযোগের আঙুল তোলেন নওয়াজ শরিফের ছেলে।
আল-আজিজা স্টিল মিলের মামলায় ৬৯ বয়সি শরিফের ৭ বছরের জেল হয়েছে। সেই জেলের মেয়াদ শুরু হয়েছে গত বছরের ২৪ ডিসেম্বর থেকে। তার বিরুদ্ধে আরও দুটি দুর্নীতির মামলাও রয়েছে। লন্ডন থেকে ট্যুইটে শরিফপুত্র লেখেন, আমার বাবার উপর বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। যে কারণে হাসপাতালে আনার সময় প্লেটলেট অস্বাভাবিক কমে গিয়েছিল।
যদিও, মেডিক্যাল বোর্ড জানিয়ে দিয়েছে, অ্যাকিউট ইমিউন ডিজঅর্ডারই শরিফের অসুস্থতার কারণ। বৃহস্পতিবার হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছিল, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ অ্যাকিউট ইমিউন ডিজঅর্ডারে ভুগছেন। মেডিক্যাল পরিভাষায় যাকে বলা হয়, ‘অ্যাকিউট ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পরপুরা’, সংক্ষেপে আইটিপি। দু-দিন ধরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার রোগ সম্পর্কে নিশ্চিত হন ডাক্তাররা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ