Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওয়াজ-কন্যাও হাসপাতালে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এবার হাসপাতালে ভর্তি হলেন তার মেয়ে মরিয়ম শরিফও। একই হাসপাতালে ভর্তি রয়েছেন দু’জনে। বাবাকে দেখতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, গত সোমবার রাত থেকে ফের অসুস্থ হয়ে পড়েন নওয়াজ শরিফ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাহোরের কোট লাখপত জেল থেকে তাকে স্থানান্তরিত করা হয় লাহোর সার্ভিস হাসপাতালে। সেখানে তাকে দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন নওয়াজ-কন্যা মরিয়ম। রক্তচাপ কমে যাওয়ায় মরিয়ম অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। তার শরীর খুব দুর্বল। চলতি বছর জানুয়ারিতে জেলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন নওয়াজ শরিফ। সেই সময় তাকে হাসপাতালে ভর্তি করা হলে নওয়াজ-কন্যা মরিয়ম দাবি করেন, জেল হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না তার বাবা। গত সোমবার ফের তিনি অসুস্থ হয়ে পড়লে মরিয়ম দাবি করেন, সঠিক চিকিৎসা পরিষেবা তো দূর, তাকে বাবার সঙ্গে ঠিকমতো কথা বলতেও দেওয়া হয়নি। মরিয়ম জানান, জটিল শারীরিক সমস্যা রয়েছে তার বাবার। বাবার কাছে তার ব্যক্তিগত চিকিৎসকদের পৌঁছাতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ জানান তিনি। জেল কর্তৃপক্ষ নওয়াজ শরিফের অসুস্থতার কথা মেনে নিয়েছেন। তবে চিকিৎসা পরিষেবা না দেওয়ার অভিযোগ উড়িয়ে দেন তারা। একটি বিবৃতি জারি করে বলা হয়, জেলের চিকিৎসকরা নওয়াজ শরিফের শারীরিক অবস্থার দিকে নজর রেখেছেন। সব কিছু পরীক্ষা করে দেখা হয়েছে। তাকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। জিও নিউজ।



 

Show all comments
  • llp ২৬ অক্টোবর, ২০১৯, ১২:৩৫ পিএম says : 0
    Pakistan military won't allow dynasty politics. Both PMLN and PPP has to use democratic process to elect their leaders.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ