Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংখ্যালঘুদের ওপর নৃশংসতা অব্যাহত রেখেছে মিয়ানমার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির উত্তরের সঙ্ঘাতপীড়িত জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে নতুন নৃশংসতা অব্যাহত রেখেছে। মানবাধিকার গ্রুপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নতুন এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে। প্রতিবেদনে কাচিন, লিসু, শান ও তাং বেসামরিক নাগরিকদের প্রতি নৃশংসতার বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে। সশস্ত্র বাহিনী তাদেরকে গ্রেফতার, আটক ও নির্যাতন করছে বলে এতে বলা হয়েছে। এতে জাতিগত সশস্ত্র গ্রুপগুলোর নির্যাতনকারী কৌশলগুলোর প্রতিও আলোকপাত করা হয়েছে। শান রাজ্যে সামরিক বাহিনীর সাথে লড়াই করার সময় এসব নির্যাতন চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, খনিজসম্পদ সমৃদ্ধ এই রাজ্যটি গোল্ডেন ট্রায়াঙ্গালের অংশবিশেষ। এখানেই বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণে আফিম ও হেরোইন উৎপাদিত হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প‚র্ব ও দক্ষিণ প‚র্ব এশিয়ার পরিচালক নিকোলাস বেকুইলিন বলেন, মিয়ানমার সামরিক বাহিনী আগের মতোই বিরামহীন ও নির্মম। তারা শান রাজ্যে দায়মুক্তি নিয়েই বেসামরিক নাগরিকদের উপর যুদ্ধাপরাধ চালাচ্ছে। রোহিঙ্গা অধ্যুষিত আরাকান ছাড়াও কচিন ও শান রাজ্যে অনেক দিন ধরেই সঙ্ঘাত চলছে। ওই রাজ্য দুটিতে খ্রিস্টানদের প্রাধান্য রয়েছে। কাচিন ইন্ডিপেডেন্স আর্মি (কেআইএ) এবং আরো কয়েকটি কাচিন বিদ্রোহী দল ১৯৬১ সাল থেকে স্বায়ত্তশাসনের জন্য সরকারি সৈন্যদের বিরুদ্ধে লড়াই করছে। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ