Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিসরে বন্যায় ১১ জনের প্রাণহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

মিসরে দুই দিনের বন্যায় চার শিশুসহ অন্তত ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যবিয়ষক ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, কেউ ছাদ ধসে, কেউবা আবার ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছে। গত মঙ্গল ও বুধবার মিসরের রাজধানী কায়রোতে ভারী বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয়। এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রধান প্রধান সড়কগুলো প্লাবিত হয়েছে ও রাস্তায় ভয়াবহ ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, কায়রো বিমানবন্দরে পানির মধ্য দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে। এ সপ্তাহের অস্থিতিশীল আবহাওয়ার প‚র্বাভাস দিয়ে গত রবিবার একটি বিবৃতি দেয় মিশরের আবহাওয়া কর্তৃপক্ষ। মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ