Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্ক ওয়াশিংটনকে মারাত্মক পরিস্থিতিতে ফেলেছে : মার্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

সিরিয়ার উত্তর প‚র্বাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের আক্রমণকে ‘অপ্রত্যাশিত’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, ওই অঞ্চলের নিরাপদ জোনে রাশিয়ার সঙ্গে যৌথভাবে টহল দেওয়ার চুক্তি সম্পাদন করে তুরস্ক ভুল পথে এগুচ্ছে। ব্রাসেলস’এ ন্যাটো বৈঠকের প্রাক্কালে জার্মান মার্শাল ফান্ড’র অনুষ্ঠানে তিনি বলেন, এর মধ্য দিয়ে তুরস্ক ওয়াশিংটনকে একটি মারাত্মক পরিস্থিতির মধ্যে ফেলেছে। সিরিয়ার উত্তরাঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তের পর পরই তুরস্কের বাহিনী সেখানে প্রবেশ করে। যুক্তরাষ্ট্র তুরস্কের ওই অভিযান থামিয়ে অস্ত্র বিরতি সম্পাদনে সাহায্য করে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তুরস্ক এই আশ্বাস দিয়েছে যে এই যুদ্ধবিরতি স্থায়ী হবে। তিনি বলেছেন, এর ফলে ওয়াশিংটন ও আঙ্কারা সরকারের ওপরর স¤প্রতি আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারবে। ট্রাম্প বলেন, ন্যাটো মিত্র তুরস্ক এবং সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ), যারা কিনা আইএস’কে (ইসলামিক স্টেট) পরাস্ত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে গুরুত্বপ‚র্ণ শরিক দল ছিল, তাদের মধ্যকার লড়াই থামাতে পেরে যুক্তরাষ্ট্র একটা বড় রকমের কাজ করলো। তবে এসডিএফ মুখপাত্র মুস্তাফা বালি বৃহস্পতিবার বলেছেন, তুরস্ক সমর্থিত বাহিনী, যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে। ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্ত্র বিরতিকে দারুণ ফলাফল বলে বর্ণনা করেছেন, তার ঠিক একদিন আগেই তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান রাশিয়ার সঙ্গে একটি পৃথক চুক্তির কথা ঘোষণা করেন। ওই চুক্তি অনুযায়ী তুরস্ক এবং রাশিয়ার সেনাদের সীমান্ত এলাকায় যৌথ টহল দেবে। ইউএসটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ