Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

ফের দাবানলে পুড়ছে মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। স্থানীয় সময় বুধবার থেকে এই দাবানলের স‚ত্রপাত হয়। দাবানলের প্রকোপে ইতিমধ্যে পুড়ে গেছে প্রায় ৩০ হাজার একর জমি। বিভিন্ন ঝুঁকিপ‚র্ণ এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। এ খবর দিয়েছে বিবিসি ও সিএনএন। খবরে বলা হয়, অন্তত নয়টি স্থানে জ্বলছে দাবানলের গ্রাস। স্থানভেদে দাবানলগুলোকে নামকরণ করা হয়েছে- কিনকেড ফায়ার, ক্যাব্রিলো ফায়ার, নেলসন ফায়ার, মুরির ফায়ার, স্যাডল রিজ ফায়ার, টিক ফায়ার, ওল্ড ওয়াটার ফায়ার, ওক ফায়ার ও প্যালিসেডস ফায়ার। এর মধ্যে সবার আগে স‚ত্রপাত হয় কিনকেড ফায়ারের। স্থানীয় সময় বুধবার রাতে সোনোমা কাউন্টিতে এই দাবানল শুরু হয়। বৃহ¯পতিবার রাতের মধ্যে এই দাবানল পুড়িয়ে দিয়েছে ১৬ হাজার একর। ধ্বংস করে দিয়েছে প্রায় অর্ধশত স্থাপনা। আগুনটি এখনো নিয়ন্ত্রণ করতে পারেনি দমকলকর্মীরা। জোরালো বাতাসে আগুনটি বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। ঝুঁকি এড়াতে বাধ্য হয়ে ওই অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে, লস এঞ্জেলেস কাউন্টিতে জ্বলছে টিক ফায়ার। এই দাবানলে পুড়ে গেছে প্রায় ৪ হাজার একর জমি। এই দাবানলটি নিয়ন্ত্রণ করতেও হিমশিম খাচ্ছে দমকলকর্মীরা। অঞ্চলটির ৪০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। দাবানলে পুড়ে যাওয়ার ঝুঁকিতে আছে ১০ হাজারের বেশি স্থাপনা। সেখানকার সকল স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। দাবানলের ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরে যেতে আহŸান জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার সিনেটর মাইক ম্যাকগুয়ার। তিনি বলেছেন, দাবানলগুলো খুব দ্রæত ছড়িয়ে পড়ছে। বিবিসি, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ