Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

বিজয় দাবি মোরালেসের বিরোধীদের প্রত্যাখ্যান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

নির্বাচনে বিজয়ী হওয়ার দাবি করেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। নির্বাচনি ফল নিয়ে দাঙ্গা, সাধারণ ধর্মঘট ও বিরোধীরা ভোট চুরির অভিযোগ আনার পরেও বৃহস্পতিবার জয় দাবি করলেন তিনি। প্রেসিডেন্টের দাবির কয়েক ঘণ্টার মধ্যেই সর্বোচ্চ নির্বাচনি ট্রাইব্যুনাল তাকে জয়ী ঘোষণা করে। ট্রাইব্যুনালের তরফে জানানো হয় ৯৯ দশমিক ৯৯ শতাংশ ভোট গণণা শেষে এই ফলাফল পাওয়া গেছে। তবে এই ফল প্রত্যাখান করেছে বিরোধীরা। রবিবার বলিভিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে চতুর্থ বারের মতো ক্ষমতায় থাকতে মোরালেসের ৪০ শতাংশ ভোট ও প্রতিদ্ব›দ্বীর সঙ্গে ভোট ব্যবধান ১০ শতাংশ থাকতে হবে। বৃহস্পতিবার নির্বাচনি বোর্ডের চ‚ড়ান্ত ভোট গণনা শেষে মোরালেস ৪৭ দশমিক ০৭ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে তার প্রতিদ্ব›দ্বী কার্লোস মেসা পেয়েছেন ৩৬ দশমিক ৫১ শতাংশ ভোট। ফলে তাদের ভোট ব্যবধান দশ শতাংশের বেশি হয়েছে। ফলে তাকে দ্বিতীয় দফায় নির্বাচনে লড়তে হবে না। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ