মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত বছরের শুরু থেকে অন্তত ১২ জন শিশু অপরাধীকে মৃত্যুদন্ড দিয়েছে ইরানের আদালত। সেই সঙ্গে কমপক্ষে ৯০ জন শিশু মৃত্যুর প্রহর গুনছে, পরিণত বয়স হলেই তাদের মৃত্যুদন্ড কার্যকর করা হবে। দেশটির আদালত গত বছর অন্তত ২৫৩ জনের মৃত্যুদন্ড কার্যকর করেছে। ২০১৩ সাল থেকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে মোট ২১ জন শিশুকে। ইরানে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত বিশেষ তদন্তকারী কর্মকর্তা জাভেদ রহমান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২০১৮ সালে ৭ শিশু অপরাধীকে মৃত্যুদন্ড দিয়েছে ইরান সরকার। এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। তবে ইরান বলছে, আইন মেনেই তাদের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। ওই শিশুদের যত দ্রুত পরিণত বয়স হবে তাদের মৃত্যুদন্ড তত দ্রুত কার্যকর করা হবে। ছেলেদের বয়স ১৫ এবং মেয়েদের বয়স ৯ হলে তাদের ক্ষেত্রে এ সময়টুকু নেয়া হয়। চলতি বছরের গত ১ অক্টোবর মৃত্যুদন্ড কার্যকর হওয়া পাঁচ নম্বর শিশু আসামির নাম জইনব সেকানভান্দ। ১৭ বছর বয়সে নিজের স্বামীকে হত্যা করেন তিনি। আদালতে তার বিচার শুরু করা হয়। তাকে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল। তবে কোনো আইনজীবীর কাছে যেতে দেয়া হয়নি জইনবকে। জাভেদ রহমান বলেন, জইনবের মৃত্যুদন্ডে তিনি ভীত হয়ে পড়েন। এই বিচার উদ্বেগ তৈরি করে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী শিশুদের মৃত্যুদন্ডে দন্ডিত করার প্রথাটি বাতিল এবং শাস্তি লঘু করার জন্য ইরানের কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। শিশুদের মৃত্যুদন্ডের বিষয়ে মন্তব্য করতে গিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচলেট বলেন, এটা অন্যায়। দি ইন্ডিপেন্ডেন্ট ডট ইউকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।