Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেরুকরণের রাজনীতি পরিত্যাগের পরামর্শ

হরিয়ানা, মহারাষ্ট্রে আসন কমেছে বিজেপির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

ভারতের দুই রাজ্য মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতলেও আসন কমেছে ক্ষমতাসীন দল বিজেপির। আর এর জন্য দলের মেরুকরণ রাজনীতিকেই দ‚ষলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। অবিলম্বে এই নীতি ত্যাগ করার পরামর্শও তিনি দিয়েছেন গেরুয়া শিবিরকে। বৃহস্পতিবার হায়দরাবাদে ওয়াইসি বলেন, ‘বিজেপি দাবি করেছিল মহারাষ্ট্রে বিপুল ভোটে জয়ী হবে; কিন্তু আশানুরূপ ফল সেখানে হয়নি। আর আমি তো বলব, হরিয়ানায় তারা হেরেছে। মেরুকরণের রাজনীতি ছেড়ে বিজেপির উচিত দেশের অর্থনীতি এবং গ্রামীণ দ‚রবস্থার প্রতি মনোযোগী হওয়া। বিহারের কিষানগঞ্জ উপনির্বাচনে বিজেপির সুইটি সিংকে ১০ হাজার ২০৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন এআইএমআইএম-এর প্রার্থী কামরুল হুদা। বিধানসভা নির্বাচন উপনির্বাচনের ফল বিজেপির জন্য ‘সতর্কবার্তা’ বলে ওয়াইসি আরও বলেন যে, নির্বাচনের ফলাফল দেখিয়ে দিয়েছে সময় বদলাচ্ছে এবং শুধুমাত্র প্রধানমন্ত্রীর জনসভার জোরে ভবিষ্যতে জয় পাওয়া সম্ভব হবে না। তবে কংগ্রেস শীর্ষ নেতৃত্বকেও ছেড়ে কথা বলেননি এআইএমআইএম প্রধান। অপরদিকে, মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্যের নির্বাচনে জিতলেও আসন কমেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির। নিজেদের ঘাঁটি হিসেবে বিবেচিত রাজ্য দুটির নির্বাচনে ধাক্কাই খেয়েছে নরেন্দ্র মোদির দল। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দুই রাজ্যেই বিজেপি ও তার জোটসঙ্গীদের পাওয়া ভোট আগের তুলনায় কম। মহারাষ্ট্রে বিজেপির আসন গতবারের চেয়ে ১৭টি কমে হয়েছে ১০৫। জোটসঙ্গী শিবসেনা এবার জিতেছে ৫৬টি আসনে, আগেরবার তাদের হাতে ছিল ৬৫টি আসন। তবে আসন কমলেও এই জোটই সরকার গঠন করবে। কারণ ২৮৮ আসনের এ রাজ্যে সরকার গড়তে প্রয়োজন ১৪৫ আসনের। বিরোধী দল কংগ্রেস জিতেছে ৪৪টি আসনে; এনসিপি ৫৪টিতে। ২০১৪-র নির্বাচনে তারা জিতেছিল যথাক্রমে ৪২ ও ৪১টি। হরিয়ানার ৯০টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৪০টিতে; কংগ্রেস পেয়েছে ৩১টি, জননায়ক জনতা পার্টি (জেজেপি) থলিতে ভরেছে ১০টি আসন। টিওআই, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ