Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় নিহত ২

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৯, ১২:০০ পিএম | আপডেট : ১:১২ পিএম, ২৫ অক্টোবর, ২০১৯

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় শিউলী খাতুন (৩০) ও জেল হোসেন (৬৫) নামে দু’জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন ভ্যানযাত্রী। এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।


শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে উপজেলার ভুইয়াগাঁতী কামারপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে উপজেলার সরাই হাজীপুর গ্রামের আব্দুল হামিদ খাঁর মেয়ে শিউলী ও হাসপাতালে নেওয়ার পথে একই উপজেলার লক্ষ্মীবিষ্ণুপ্রসাদ খলিপাপাড়া গ্রামের হোসেনের মৃত্যু হয়।

আহতরা হলেন- একই উপজেলার লক্ষ্মীবিষ্ণুপ্রসাদ খলিপাপাড়া গ্রামের সাহেদ আলী (৬৩), আব্দুস ছালাম (৩০) ও জুবায়ের (১৫)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাকাচাপা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ