প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : জাতীয় সংসদের ময়মনসিংহ-৩ গৌরিপুর আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রার্থী হতে চেয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। গত বুধবার আওয়ামী লীগের ধানমন্ডিস্থ কার্যালয় থেকে মনোনয়নপত্রও সংগ্রহ করেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় দল থেকে নাজিমউদ্দিন আহমেদকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এদিকে দলীয় মনোনয়ন ছাড়া নির্বাচন করবেন না বলে জানান জ্যোতি। তিনি জানিয়েছেন, ‘এলাকার মানুষের ভালোবাসার মূল্য দিতেই মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। দল থেকে যাকে যোগ্য মনে করা হয়েছে তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে আমি যাব না।’ এদিকে নিজের সাফাই গেয়ে গত শুক্রবার ফেসবুকের এক স্ট্যাটাসে জ্যোতিকা জ্যোতি লিখেন, যতটা না আমার নিজের ইচ্ছা, তার চাইতে বেশি আমার এলাকার টগবগে তরুণ প্রজন্মের ইচ্ছায় এই মনোনয়নপত্র জমা দিয়েছি। তারা অনেক আগে থেকেই এলাকায় আমাকে তাদের পাশে চাচ্ছিল। আমার যোগ্যতার ওপর তাদের বিশ্বাস আর ভালোবাসাকে সম্মান জানাতেই আমি এই সিদ্ধান্তটি নিয়েছি খুব অল্প সময়ে। এত অল্প সময় যে আমি সঠিক প্রস্তুতি বা কাউকে জানানো, পরামর্শের সময়ও পাইনি। তারপরও যে সাপোর্ট আমি আমার এলাকার মানুষ, আমার দর্শক, আমার বন্ধু-শুভাকাক্সক্ষী-সহকর্মী, আমার সাংবাদিক বন্ধুরা, প্রবীণ রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার পরিবারের সদস্যদের কাছ থেকে পাচ্ছি তাতে আমি অভিভ‚ত। সত্যি আমি ভাবিনি তারা এত ভালোবাসা আর সম্মানের সাথে আমাকে স্বাগত জানাবে। আমার প্রতি তাদের এই বিশ্বাস আর ভালোবাসার কথা মনে রেখেই আমি সামনে আগাবো। রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করে একজন শিল্পীকে আরও বেশি মানুষের কাছাকাছি যেতে পারে যদি তার সেই ইচ্ছাটা থাকে। আমার সে ইচ্ছা আছে। মানুষের জন্য কাজ করার এটি আরও একটি নতুন দুয়ার। আমি সে দুয়ারে পা দিচ্ছি। উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১৮ জুলাই গৌরীপুর শূন্য আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই পরিপ্রেক্ষিতে শূন্য আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন জ্যোতি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।