Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কের নিষেধাজ্ঞা প্রত্যাহার

সিরিয়ায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা : রুশ-তুর্কি চুক্তির প্রশংসায় ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে শুরু করা সামরিক অভিযান নিয়ে নয় দিন আগে তুরস্কের ওপর আরোপ করা নিষেধাজ্ঞাগুলো তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা তুলে নেওয়া কথা জানিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। সিরিয়ার উত্তর সীমান্ত অঞ্চলে তুরস্ক ও কুর্দিদের মধ্যে চলমান অস্ত্রবিরতি বজায় রাখতে রাশিয়া ওই অঞ্চলে সেনা মোতায়েন করবে, আঙ্কারার সঙ্গে মস্কো এমন সমঝোতায় আসার পর ট্রাম্প এ সিদ্ধান্ত নিলেন। হোয়াইট হাউস থেকে দেওয়া টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তৃতায় ট্রাম্প বলেন, “দীর্ঘদিন ধরে রক্তাক্ত হওয়া এই বালিতে এবার অন্য কাউকে লড়াই করতে দিন। আমরা নাখোশ হই এমন কিছু না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞাগুলো তোলাই থাকবে।” তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে লড়াই বন্ধ রাখতে এবং সাম্প্রতিক অস্ত্রবিরতিকে স্থায়ী করার বিষয়ে তাকে নিশ্চিত করেছে বলে জানান ট্রাম্প। পরে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, ১৪ অক্টোবর তুরস্কের প্রতিরক্ষা ও জ্বালানি মন্ত্রণালয় এবং তিন মন্ত্রীর বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হয়েছে। একই দিন ট্রাম্প আরও জানান, সিরিয়ার তেল স্থাপনাগুলোর সুরক্ষার জন্য দেশটির কয়েকটি অংশে ‘অল্প সংখ্যক’ মার্কিন সেনা রেখে দিবেন তিনি। বন্দি আইএস জঙ্গিদের কঠোর নজরদারিতে রাখার বিষয়েও তুরস্ককে প্রতিশ্রুতিবদ্ধ থাকার ও জঙ্গি গোষ্ঠীটি যেন ফের সিরিয়ার কোনো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে না নিতে পারে তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছিলেন, তুরস্কের অভিযান শুরু হওয়ার পর বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে শতাধিক আইএস বন্দি পালিয়ে গিয়েছে এবং এ পর্যন্ত তাদের অবস্থান শনাক্ত করা যায়নি। চলতি মাসের প্রথমদিকে ট্রাম্প অপ্রত্যাশিতভাবে সিরিয়ার উত্তরাঞ্চল থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার পর ওই অঞ্চলের কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান শুরু করে তুরস্ক। ওই অঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ছিল কুর্দিরা। আকস্মিকভাবে তাদের ছেড়ে আসায় এবং এরপর কুর্দিরা তুরস্কের অভিযানের লক্ষ্যস্থল হওয়ায় দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। এই পরিস্থিতিতে নিজ দল রিপাবলিকান ও বিরোধী ডেমোক্রেটদের চাপে পড়ে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। অপরদিকে, উত্তর সিরিয়ার নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে রাশিয়া এবং তুরস্কের মধ্যে যে চুক্তি হয়েছে তার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার একটু টুইটার পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “সিরিয়া-তুরস্ক সীমান্তে নিরাপদ অঞ্চল গঠন করার জন্য মস্কো এবং আঙ্কারার মধ্যে যে চুক্তি হয়েছে তা বিরাট সফলতা। যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং যুদ্ধ মিশন শেষ হয়েছে। বিবিসি, রয়টার্স, পার্সটুডে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ