Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন মাস বাড়াতে পারে ইইউ

বিরোধী নেতা করবিনের সঙ্গে বৈঠক করলেন জনসন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম


ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে খসড়া ব্রেক্সিট চুক্তি নিয়ে ব্রিটেনের বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি এমন সময় বৈঠকটি করলেন যখন পার্লামেন্ট চুক্তি নিয়ে আলোচনার জন্য তার তিন দিনের সময়সীমাকে প্রত্যাখ্যান করেছে। এদিকে ইইউ ব্রেক্সিট চুক্তি কার্যকরের মেয়াদ তিন মাস বাড়াতে পারে বলে জানা গেছে। খবর বিবিসি ও রয়টার্সের। লেবার পার্টির মুখপাত্র জানিয়েছেন, করবিন খসড়া চুক্তি যাচাই-বাছাইয়ের জন্য যৌক্তিক সময়সীমা চান। আর চুক্তিহীন ব্রেক্সিটের সিদ্ধান্ত থেকে সরে এলে লেবার পার্টি সাধারণ নির্বাচনকেও সমর্থন দেবে বলে মুখপাত্র জানিয়েছেন। প্রধানমন্ত্রী বরিস বৈঠকে করবিনের কাছে জানতে চেয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ব্রেক্সিট চুক্তি কার্যকরের মেয়াদ না বাড়ালে তিনি কী করবেন। এর আগে প্রধানমন্ত্রী তিন দিনের সময়সীমা পার্লামেন্ট প্রত্যাখ্যান করায় নিন্দা জানান। ভোটাভুটির আগে তিনি জানিয়েছিলেন, এমপিরা বিপক্ষে ভোট দিলে তিনি ব্রেক্সিট প্রক্রিয়া স্থগিত করবেন। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ