Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাগাদের সঙ্গে যুদ্ধবিরতি বাড়াবে না দিল্লি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

ভারত সরকার ৩১ অক্টোবরের পর নাগাল্যান্ডের সবচেয়ে বড় বিদ্রোহী দল এনএসসিএন-আইএম এর সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াবে না। অত্যন্ত উচ্চ পর্যায়ের সূত্র থেকে এই আভাস পাওয়া গেছে। সূত্রটি জানায়, কেন্দ্রীয় সরকার বিশেষ করে এসএসসিএন-আইএম এর বেশি প্রভাব রয়েছে এমন এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সকল নিরাপত্তা সংস্থাকে নির্দেশ দিয়েছে। এদিকে, রাজ্য সরকার চূড়ান্ত নাগা শান্তি চুক্তি স্বাক্ষরের আগে রাজ্যের সকল অংশীজনের সঙ্গে আলোচনা করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ইউনিয়ন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি বুধবার মুখ্যমন্ত্রী এন বিরেনের সঙ্গে বৈঠকে বসে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বুধবার সকালে অনুষ্ঠিত ওই বৈঠকে মুখ্যসচিব, পুলিশের শীর্ষ কর্মকর্তা, সেনাবাহিনী, সিআরপিএফ, বিএসএফ, আসাম রাইফেলস ও অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা অংশ নেন। সরকার ও এসএসসিএন-আইএম এর মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের পর রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সম্ভাব্য অবনতি নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। নিরাপত্তা সূত্রগুলো জানায় যে নাগা সমস্যার প্রস্তাবিত সমাধান নিয়ে নিরাপত্তা বাহিনীগুলো এরই মধ্যে ব্যাপক অভিযান শুরু করেছে। রাজ্যের সকল পুলিশ সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। নাগা শান্তি আলোচনার চূড়ান্ত সমাধান মনিপুরের স্বার্থকে আঘাত করতে পারে বলে গভীর আশংকা করছে রাজ্য সরকার ও নিরাপত্তা সংস্থাগুলো। এই আশংকার কথা ইউনিয়ন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’কে ব্যক্তিগতভাবে জানাবেন বলে উল্লেখ করেছেন রেড্ডি। এরপরও রাজ্য সরকারের কর্মকর্তারা মনে করেন যে এসএসসিএন-আইএম এর সঙ্গে চূড়ান্ত চুক্তি সইয়ের আগে সকল অংশীজনের সঙ্গে আলোচনা করার জন্য কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত। এসএএম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ