Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

সোমালিয়ায় হানাহানি
জলবায়ু পরিবর্তন বর্তমানে বৈশ্বিক সংকট। এর ফলে নানা দুর্ভোগ পোহাচ্ছে বেশিরভাগ দেশ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও হুমকির মুখে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে সোমালিয়া। জলবায়ু পরিবর্তনের দেশটিতে একদিকে তীব্র খরা আরেকদিকে অকাল বন্যার মতো দুর্যোগ লেগেই রয়েছে। এর ফলে বাড়ছে হানাহানি-সংঘাত। বর্তমানে দেশটিতে সংঘাত এতটাই তীব্র যে, চলমান ও ভবিষ্যৎ শান্তি পরিকল্পনা এবং প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পথে। আফ্রিকার দেশটিতে কয়েক বছর ধরে টানা সহিংসতা ও খরা চলছে। এতে এ পর্যন্ত ২৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এএফপি।


অসদাচরণের দায়ে
অসদাচরণ ও রাজতন্ত্রের প্রতি আনুগত্যহীনতার অভিযোগে তার রাজসঙ্গীর পদবী ও মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার তিন দিনের মধ্যে থাইল্যান্ডের রাজা ভাজিরালংকর্ন চরম অসদাচরণের অভিযোগে আরও ছয় কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। বরখাস্ত হওয়া এই ছয় জনের মধ্যে একজন নারী কর্মকর্তা, একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও দুই জন রাজকীয় রক্ষী রয়েছেন বলে বিবিসি জানিয়েছে।‘নিজের ও অন্য লোকদের লাভের জন্য তারা তাদের দাপ্তরিক ক্ষমতার অপব্যবহার করছিলেন’ বলে অভিযোগ করা হয়েছে। রয়টার্স।


থাকতে পারবে না
সিরিয়া থেকে প্রত্যাহার করা মার্কিন সেনাদের ইরাকে অবস্থান করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি। বুধবার রাজধানী বাগদাদে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের সঙ্গে বৈঠকের পর আদিল আব্দুল মাহদি বলেন, ‘মার্কিন সেনাদের ইরাকে থাকার কোনো অনুমতি দেয়া হবে না এবং এ ব্যাপারে ইরাক সরকার সমস্ত আন্তর্জাতিক আইনগত পদক্ষেপ নিচ্ছে। তিনি আরও বলেন, এরই মধ্যে আমরা সরকারিভাবে বিবৃতি দিয়েছি এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। বিবিসি।


প্রতিদ্বন্দ্বীকে প্রতিরক্ষামন্ত্রী
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তোকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। গত এপ্রিলের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো’র প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সুবিয়ান্তো এবং তিনি নির্বাচনে নিজেকে বিজয়ী বলেও দাবি করেছিলেন। তবে নির্বাচনের ভোট গণনা শেষে দেখা যায় ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উইদোদো। রয়টার্স।

নিজ শরীরে আগুন
জেনেভায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার সদর দফতরের সামনে নিজের শরীরে আগুন লাগিয়ে দিয়েছেন এক সিরীয় কুর্দি। স্থানীয় সময় সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। তাড়াতাড়ি আশপাশের লোকজন এগিয়ে আসেন। কুর্দি ব্যক্তিকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। জানা যায়, ৩১ বছর বয়সী ওই কুর্দি জার্মানির বাসিন্দা। জেনেভা পুলিশ মুখপাত্র সিলভিয়ান গুইলামে বলেন, তার এই কার্যক্রমের কোনও কারণ বা ব্যাখ্যা এখনও জানা যায়নি। এএফপি।


জরিমানা গুনতে হবে
নিউ জিল্যান্ডের কৃষকদের কার্বন নিঃসরণ কমিয়ে আনতে পাঁচ বছর সময় দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তিনি ঘোষণা দিয়েছেন, পাঁচ বছর যারা কার্বন নিঃসরণ কমাবে না তাদেরকে আর্থিক জরিমানার দ- দেওয়া হবে। জাসিন্ডার লেবার জোট সরকার নিউ জিল্যান্ডকে ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণমুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য আন্দোলনকে তিনি আগের প্রজন্মের পারমাণবিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে তুলনা করেন। নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে, নির্দিষ্ট পরিমাণ নিঃসরণ কমানো না হলে ২০২২ সালের শুরু থেকে কৃষকদের অতিরিক্ত কর বহন করতে হবে। দ্য গার্ডিয়ান।


তল্লাশি অভিযান
যুক্তরাজ্যের এসেক্সে একটি লরিতে ৩৯ অভিবাসীর লাশ উদ্ধারের ঘটনায় উত্তর আয়ারল্যান্ডের দুটি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। তদন্তের অংশ হিসেবে মরদেহগুলো চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। বুধবার একটি লরি থেকে ৩৯টি লাশউদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক এবং একটি কিশোর ছিল। এ ঘটনায় উত্তর আয়ারল্যান্ড থেকে সন্দেহভাজন হত্যাকারী হিসেবে ২৫ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রয়টার্স।


লাশ পাওয়ার তদন্ত
যুক্তরাজ্যে এক ট্রাকে ৩৯টি লাশ পাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই ট্রাকচালককে। জানার চেষ্টা করা হচ্ছে নিহতদের পরিচয়ও। তবে পুলিশের দাবি, পরিচয় জানতে একটু সময় লাগবে তাদের। জানা যায়,ট্রাক কন্টেনারটি বেলজিয়াম থেকে এসেছিলো। ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে আসার ঘণ্টাখানেক পরেই অ্যাম্বুলেন্সকর্মীরা ওই লাশ উদ্ধার করেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ