Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উদ্বেগ-উৎকন্ঠার বারো ঘণ্টা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

সাকিব আল হাসানের নেতৃত্বে ১১ দফা দাবি নিয়ে পেশাদার ক্রিকেটারদের আন্দোলনে গত সোমাবার থেকে উত্তপ্ত ক্রিকেটাঙ্গণ। ঘোষনা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল প্রকার ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকারও। পরদিনই নতুন সংযোজন বিসিবি সভাপতির ‘ষড়যন্ত্র’ তত্ত¡। এরপর থেকেই যতটা সময় গড়িয়েছে ঘটনা মোড় নিয়েছে নানান বাঁক। তখন থেকেই গতকাল সারাদিনই উদ্বেগ, উৎকন্ঠা, শঙ্কার মাঝে কেটেছে ১২টা ঘণ্টা। বহুল আকাক্সিক্ষত ভারত সফর শঙ্কায় পড়ে যাওয়ায় উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে বিশ্বময়। সকালে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনের ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে বোর্ডের আগ্রহ প্রকাশের খবরে দেখা দেয় আশার বাতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নাজমুল হাসান পাপনের সাক্ষাৎ এবং দিনশেষে সাকিবদের সংবাদ সম্মেলন ছাপিয়ে মাঝরাতে মিমাংসা- গতকাল গোটা দিনই ষোল কোটি মানুষের গেছে উৎকণ্ঠা আর উদ্বেগে

দুপুর বারোটা : ক্রিকেটারদের সঙ্গে বিকেলে আলোচনার ইচ্ছা পোষণ বিসিবির
দেশের ক্রিকেটের অচলাবস্থা দূর করতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, আন্দোলনরত ক্রিকেটারদের সঙ্গে তারা আলোচনায় বসতে রাজি। সম্ভাব্য একটি সময়ের কথাও জানিয়েছেন তিনি। বিকাল ৫টার দিকে বসতে পারে দু’পক্ষ।

তিনি বলেছেন, ‘বিসিবির গতকালের সংবাদ সম্মেলনের পর আমরা বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের নির্দেশে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। তারপর আমাদের জাতীয় দলের খেলোয়াড় তামিম ইকবালের সঙ্গে আমাদের কথা হয়। যত দ্রুত সম্ভব বিষয়টি নিষ্পত্তির ব্যাপারে বোর্ডের অবস্থান আমরা তার কাছে আবারও ব্যক্ত করি। তাকে বলি, নিষ্পত্তি হওয়াটা আসলে সময়ের ব্যাপার, বসলেই সমাধান হয়ে যাবে। তিনি আমাকে জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব তার সতীর্থদের সঙ্গে আলোচনা করবেন এবং আমাদের জানাবেন। আমরা আশা করছি, যেকোনো সময় তারা আমাদের জানাবেন। যতটুকু জেনেছি যে তারা আজ যেকোনো সময়ে যেকোনো একটা জায়গায় একত্রিত হবেন।’

দুপুর সাড়ে তিনটা : প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিসিবি প্রধানের, ক্রিকেটারদের জন্য অপেক্ষা
১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে বোর্ডের আগ্রহের কথা সকালেই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। আগ্রহের বিষয়টি দুপুরে আরও একবার জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এসে বিসিবি কার্যালয়ে ক্রিকেটারদের জন্য অপেক্ষায় রয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তার সঙ্গী হয়েছিলেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি ও বোর্ড পরিচালক নাঈমুর রহমান দুর্জয়। বিসিবি এখন আশায় আছে, ক্রিকেটাররা দ্রুতই আলোচনায় বসবেন, সংকট সমাধানে কথা বলবেন।

সাংবাদিকদের মাধ্যম হিসেবে ব্যবহার করে, ক্রিকেটারদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে দুপুরে জালাল বলেন, ‘বোর্ড প্রধান ও নাঈমুর রহমান গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এসেছেন। তারা এখন বোর্ডে আছেন। বিসিবির অন্য পরিচালকরাও আছেন। তারা সবাই এখন ক্রিকেটারদের জন্য অপেক্ষা করছেন।’

সন্ধ্যা ছয়টা : দুই দাবি বেড়ে ক্রিকেটারদের ১৩ দফা
বিকেল থেকে বিসিবিতে ক্রিকেটারদের সঙ্গে আলোচনার জন্য বিসিবি কর্তারা বসে থাকলেও সাকিবরা মিরপুরে না গিয়ে গুলশানের একটি হোটেলে সন্ধ্যা ৬টার পর নিজেদের মধ্যে আলোচনায় বসেন। সেখানে একটি সংবাদ সম্মেলনও ডাকেন আন্দোলনরত ক্রিকেটাররা। নিজেদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে কথা বলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাাফিজুর রহমান। তাকে ক্রিকেটাররাই নিয়োগ দিয়েছেন বলে জানা যায়।

এ সময় তিনি জানান, আমি ডাক, কুরিয়ার এবং ইমেইলের মাধ্যমে বাংলাদেশের পেশাদার ক্রিকেটারদের প্রতিনিধি বা মুখপাত্র হিসেবে ১৩ দফা দাবি সম্বলিত চিঠি পাঠিয়েছি। আমাদের প্রথম দাবি হলো কোয়াবের দায়িত্বে যারা আছেন তাদের পদত্যাগ করতে হবে। আমাদের আন্দোলন কারও বিরুদ্ধে নয়। কোয়াবের দায়িত্বে থাকারাই বোর্ডের দায়িত্বে আছেন। তারা পেশাদার ক্রিকেটারদের স্বার্থে কথা বলছেন না। প্রতি বছর নতুন করে নির্বাচন করতে হবে।

তিনি আরও জানান, ঘরোয়া ক্রিকেট আগের মতো আগের অবস্থায় আনতে হবে। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে অনেক আলোচনা আছে। আমরা চাই আগামীতে যেন বাজারমূল্য হিসেবে ক্রিকেটারদের ভাবা হয়। বিপিএলে বিদেশি ক্রিকেটাররা অনেক বেশি অর্থ পাচ্ছে, সেভাবে দেশি পারফর্মাররা অর্থ পাচ্ছে না। এই বৈষম্য দূর করতে হবে। কোচ, গ্রাউন্ডসম্যানদের বেতন বাড়াতে হবে। আমি শুনেছি কদিন আগেই ১৬ জন গ্রাউন্ডসম্যান পদত্যাগ করেছেন। দেশের এই শ্রমবাজারে বেতন না বাড়ানোয় তারা চাকুরি ছেড়ে দিয়েছেন। কোচিং স্টাফে নতুন আসা ড্যানিয়েল ভেট্টরি সাড়ে তিন হাজার ডলার দৈনিক বেতন পাচ্ছেন। সেখানে আমাদের দেশিয় কোচরা সেভাবে পারিশ্রমিক পাচ্ছেন না।

ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে ব্যারিস্টার মুস্তাাফিজুর রহমান খান যোগ করেন, ঘরোয়া লিগের সংখ্যা, ম্যাচের সংখ্যা বাড়াতে হবে। বিপিএলে সবাই অংশ নিতে পারে না। তাই ঘরোয়া টি-টোয়েন্টি আরও বাড়াতে হবে। বোর্ডের যে ক্যালেন্ডার ইয়ার আছে সেভাবে খেলা মাঠে গড়াচ্ছে না। এটা নিয়ে কাজ করতে হবে। ঘরোয়া লিগ ঠিক সময়েই মাঠে গড়ানোর ব্যবস্থা করতে হবে। মোটা দাগে ক্যালেন্ডার অনুযায়ী সূচি মানতে হবে।
শেষ দিকে ক্রিকেটারদের সহযোগিতায় এগিয়ে আসা এই আইনজীবী জানান, আমি শুনেছি ক্রিকেটারদের পাওনা গুলো ঠিক মতো দেওয়া হয় না। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি কিংবা ক্লাব গুলোকে এটা মানতে হবে। আরেকটা ব্যাপার শুনেছি, বিদেশি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দুটির বেশি লিগে ক্রিকেটারদের খেলতে দেওয়া হয় না। ভালো ক্রিকেটারদের চাহিদা থাকলে কেন তারা খেলতে পারবে না? এই নিয়মটি ঠিক করতে হবে। তবে, জাতীয় দলের অনুশীলন কিংবা খেলা থাকলে সেটা অন্য জিনিস। ক্রিকেটারদের জাতীয় দলের প্রতি কমিটমেন্ট ঠিক থাকলে তাদের বাইরের লিগে খেলতে দিতে হবে। নারী ক্রিকেটাররা দেশের জন্য ভালো করেছে। তাদের জন্যও সুযোগ-সুবিধা বাড়াতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ।

সন্ধ্যা সোয়া সাতটা : নতুন দাবির পর ফের প্রেক্ষাপটে সাকিব
ক্রিকেটারদের দেওয়া ১১ দফা দাবির সপক্ষে আন্দোলনরত ক্রিকেটারদের মুখপাত্র মুস্তাফিজুর রহমানের ব্রিফিংয়ের পর গুলশানের সিক্স সিজন হোটেলে নিজেদের মধ্যে আলোচনায় বসেন খেলোয়াড়রা। সেখানে একটি সংবাদ সম্মেলনও ডাকেন আন্দোলনরত ক্রিকেটাররা। সেখানে নতুন করে ১৩ দফা দাবি জানানোর পর কথা বলেন সাকিব আল হাসান।

এ সময় তিনি জানান, বিসিবির সঙ্গে আমরা আলোচনায় বসতে যাচ্ছি। আমাদের আশা বোর্ডের সাথে আলোচনায় বসলেই সব সমস্যার সমাধান হবে। কোনো সমস্যা নেই, আমরা যাচ্ছি। আপনারা অপেক্ষা করেন, আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সেখানে যেতে পারি। আর এখানে ব্যক্তিগত কোনো বিরোধ নেই। আমরা খেলতে চাই। মাঝে মাঝে কিছু দাবি-দাওয়া থাকে। তাই এবার আমরা এই দাবিগুলো তুলেছিলাম।

সন্ধ্যা সাড়ে সাতটা : ক্রিকেটারদের রুদ্ধদ্বার বৈঠক ও বিসিবির পথে যাত্রা
বিসিবির নিকট নিজেদের দাবি দাওয়া লিখিতভাবে পাঠানোর পর তা নিয়ে সংবাদমাধ্যমকে অবহিত করেন তাদের মুখপাত্র সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার মুস্তাফিজ রহমান খান। পরে সংবাদমাধ্যমের আগ্রহ মেটাতে ক্রিকেটারদের পক্ষ থেকে প্রেক্ষাপটে আসেন আন্দোলনের প্রধান সমন্বয়ক সাকিব আল হাসান। বিসিবির সঙ্গে আলোচনায় বসে উদ্ভুত সমস্যার সমাধান হবে বলে আশাবাদ প্রকাশ করেন বাংরাদেশের টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক। পরে সাংবাদিকদের কাছ থেকে নিজেদের মধ্যে একান্তে আলোচনা সেরে নিতে কিছুটা সময় চেয়ে নেন সাকিব। তার পরই বিসিবির পথে রওয়ানা দেয় আন্দোলনরত ক্রিকেটাররা।

রাত এগারোটা : দাবি মেনেছে বিসিবি, ধর্মঘট প্রত্যাহার সাকিবদের, মাঠে ফিরছে ক্রিকেট
১৩ দাবির পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে রাতেই বিসিবিতে যান আন্দলররত ক্রিকেটাররা। বিসিবিও তাদের সঙ্গে বৈঠকে অধিকাংশ দাবি পূরণের আশ্বাস পেয়ে ধর্মঘট স্থগিত করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, ক্রিকেটারদের হয়ে দাবিপূরণের আশ্বাসে সন্তুষ্টি, ‘আলোচনা ফলপ্রসূ, আমাদের তারা আশ্বাস দিচ্ছেন সব দাবি দ্রুত তারা পূরণ করবেন। যা আলোচনা হয়েছে তাতে আমরা খুশি। এখন দাবি বাস্তবায়ন হলে পরে দেখতে পারব বাকিটা। তার ভিত্তিয়ে আমরা খেলায় ফিরছি।’
বোর্ডের এই প্রতিশ্রুতির ভিত্তিতে ভারত সফর সামনে রেখে আগামীকাল থেকেই ক্যাম্পে যোগ দেবেন জাতীয় দলের ক্রিকেটাররা। আর ঘরোয়া লিগের ক্রিকেটাররা মাঠে ফিরবেন দু’দিন পর। তাতে আজ থেকে শুরু হবার কথা থাকলেও দু’দিন পিছিয়ে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড শুরু হচ্ছে শনিবার থেকে।

কী হবে কোয়াবের?
ক্রিকেটারদের স্বার্থ নিয়ে যাদের কাজ করবার কথা সেই প্রতিষ্ঠান ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি পাপন কিছু বলেননি। কারণ, ওটা তার এখতিয়ারের বাইরে। তবুও এক টেবিলে বসেই সাকিব জানিয়েছেন, কোয়াবের বর্তমান সভাপতি নাঈমুর রহমান দুর্জয়ের সঙ্গে তাদের কথা হয়েছে। দুর্জয় জানিয়েছেন, খুব শিগগিরই নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে নেতৃত্বেও পরিবর্তন আসবে এবং বর্তমান ক্রিকেটারদের মধ্য থেকেও নেতৃত্ব নির্বাচন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ