Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিসিসিআইয়ের মসনদে গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৯, ১২:৫৬ এএম

দ্য বোর্ড অব কন্টোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন সৌরভ গাঙ্গুলি। গতকাল আনুষ্ঠানিকভাবে বিসিসিআইয়ের প্রধান হিসেবে অফিসে যোগ দিয়েছেন ভারতের সাবেক এ অধিনায়ক।

জগমোহন ডালমিয়ার পর পশ্চিমবঙ্গ থেকে ক্রিকেট বোর্ডের প্রধান কর্তা হলেন সৌরভ। বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে ৪৭ বছরের প্রিন্স অব ক্যালকাটা দায়িত্ব পালন করতে পারবেন ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত। কারণ বর্তমানে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতির দায়িত্বে আছেন। জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর সৌরভ সিএবি এর দায়িত্ব নেন ২০১৫ সালে।

বলা হচ্ছে, ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বোর্ডের নতুন সভাপতি পদে বসানো হলো সৌরভকে। এটা ক্ষমতাসীন বিজেপির গেমপ্ল্যান। প্রদেশটিতে নিজেদের জনপ্রিয়তা আরও বাড়িয়ে নিতে সৌরভকে কাজে লাগাল তারা।

ব্রিজেশ প্যাটেল শেষ মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করলে বিনাপ্রতিদ্বন্দ্¦িতায় বিসিসিআইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন সৌরভ। তাই মনোনয়ন দাখিলের সময় শেষ হওয়ার আগেই নিশ্চিত হয়ে যায়, কোনো নির্বাচন হচ্ছে না প্রেসিডেন্ট পদে। সর্বসম্মতিক্রমে সৌরভই হচ্ছেন ভারতীয় ক্রিকেটের আগামী দিনের প্রধান কর্তা ব্যক্তি।

সৌরভের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ সেক্রেটারির দায়িত্ব নিয়েছেন। আর অর্থ ও কর্পোরেট প্রতিমন্ত্রী এবং সাবেক বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ ধামাল কাজ শুরু করেছেন বোর্ডের ট্রেজারার হিসেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ