Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কায় ডেঙ্গুতে প্রাণহানি ৭৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

চলতি বছর শ্রীলঙ্কায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৫৫ হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এপিডেমিওলজি ইউনিটের বরাত দিয়ে শ্রীলঙ্কার তথ্য বিভাগ এটি জানিয়েছে। তারা জানিয়েছে, ১৮ অক্টোবর পর্যন্ত সারাদেশে ৫৫ হাজার ৮৯৪ জন ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়েছে। সবচেয়ে বেশি ১১ হাজার ৮৫৪ জন ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়েছে কলম্বো জেলায়। এছাড়া কলম্বোর উপশহর গাম্পাহায় ৮ হাজার ৯৭৬ জন এবং কালুতারা উপশহরে ৫ হাজার ৪৫৬ আক্রান্ত হয়েছে। এপিডেমিওলজি ইউনিট জানিয়েছে, তারা পাঁচটি উচ্চ ঝুঁকিপ‚র্ণ জেলা শনাক্ত করেছে। এগুলোর মধ্যে পশ্চিমাঞ্চলীয় প্রদেশের কলম্বো, গাম্পাহা, গল, কালুতারা এবং দক্ষিণ মধ্যাঞ্চলের রত্মাপুরা রয়েছে। মেডিকেল বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর এখন পর্যন্ত যতজনের মৃত্যু হয়েছে তা ‘আশঙ্কাজনক’, কেননা গত বছর ৫৮ জনের মৃত্যু হয়েছিল। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ