Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওয়াজকে বিষ প্রয়োগের অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছেলে হুসেন নওয়াজ অভিযোগ করেছেন, কারাগারে তার বাবাকে ‘বিষ’ দেয়া হয়ে থাকতে পারে। সোমবার রাতে অসুস্থতার কারণে নওয়াজ শরিফকে হাসপাতালে নেয়ার পরদিন মঙ্গলবার এই অভিযোগ করেন হুসেন নওয়াজ। তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর হেফাজতে তার বাবাকে ‘বিষ’ দেয়া হতে পারে। যে কারণে নওয়াজ শরিফের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে। পাকিস্তানের মিডিয়া মঙ্গলবার জানায়, নওয়াজ শরিফের স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে। তবে তিনি এখনও বিপদমুক্ত নন। এর আগে সোমবার রাতে হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হলে ব্যক্তিগত ডাক্তারের পরামর্শে তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতেই রক্ত পরীক্ষার পর ডাক্তাররা জানায়, প্লেটলেট কাউন্ট অস্বাভাবিক হারে কমে গিয়েছে। আল-আজিজা স্টিল মিলের মামলায় ৬৯ বয়সী নওয়াজের সাত বছরের কারাদন্ড হয়েছে। ওই জেলের মেয়াদ শুরু হয়েছে গত বছরের ২৪ ডিসেম্বর থেকে। তার বিরুদ্ধে আরও দুটি দুর্নীতির মামলাও রয়েছে। লন্ডন থেকে টুইটে শরিফপুত্র লিখেন, আমার বাবার ওপর বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। যে কারণে হাসপাতালে আনার সময় প্লেটলেট অস্বাভাবিক কমে গিয়েছিল। মেডিকেল রিপোর্ট অনুযায়ী, নওয়াজ শরিফের প্লেটলেট কাউন্ট এখন ১৬ হাজার। হুসেনের কথায়, প্লেটলেট কমে যাওয়া সত্তে¡ও আমার বাবাকে কেন হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল না, এর জবাব ইমরান খান সরকারকে দিতে হবে। প্লেটলেট কাউন্ট কমে যাওয়া স্বাস্থ্যের জন্য গুরুতর বিষয়। মৃত্যু পর্যন্ত হতে পারে। তা সত্তে¡ও এই গাফিলতি কেন, এর জবাব কি ইমরান সরকারের কাছে আছে? এনডিটিভি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ