মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পার্লামেন্টকে এড়িয়ে প্রেসিডেন্সিয়াল অর্ডিনান্সের ওপর নির্ভর করার সমালোচনা থাকলেও পাকিস্তানের মন্ত্রী পরিষদ আটটি অর্ডিন্যান্সকে অনুমোদন দিয়েছে। এর মধ্যে বেশির ভাগই বিচার বিভাগ সম্পর্কিত। একটি আছে জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরো এনএবি অর্ডিন্যান্স সংশোধন সম্পর্কিত। এই অধ্যাদেশটিতে দেশের উচ্চ পদস্থ রাজনৈতিক বন্দিদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এ খবর দিয়েছে অনলাইন ডন। মঙ্গলবার এ নিয়ে মন্ত্রীপরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ইমরান খান। তার সভাপতিত্বে বৈঠকে আনুষ্ঠানিকভাবে কর্তারপুর করিডোর বিষয়ক প্রকল্প বাস্তবায়নের জন্য পাকিস্তান ও ভারতের মধ্যকার চুক্তিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হয়। সব মিলিয়ে অনুমোদন দেয়া হয়েছে আটটি অর্ডিন্যান্স বা অধ্যাদেশকে। সরকারি এক হ্যান্ডআউটে বলা হয়েছে, সেনাবাহিনীর বিদ্যুত চাহিদা মেটানোর জন্য ‘নির্মাণ, পরিচালনা ও স্থানান্তর ভিত্তিক’ সৌর বিদ্যুত কেন্দ্র স্থাপন অনুমোদন দেয় মন্ত্রপরিষদ। এ ছাড়া মন্ত্রীপরিষদকে জানানো হয়, সেনাবাহিনীর সম্পদের বিপুল অংশ ব্যয় করতে হয় গ্যারিসনে, সামরিক হাসপাতালে ও স্পর্শকাতর স্থাপনাগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করতে। এতে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নীতি বিষয়ক পরিষদে সম্মানস‚চক পদগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তির অবস্থা পর্যালোচনা করতে বলা হবে সুপ্রিম কোর্টকে। প্রশাসনে স্বচ্ছতা আনার জন্য এনএবির কোনো অনুরোধের প্রেক্ষিতে তাদেরকে সব রকম তথ্য সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীপরিষদ। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের আইনমন্ত্রী ব্যারিস্টার ফারুক নাসিম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. ফিরদৌস আশিক আওয়ান। এ সময় প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সের ভিত্তিতে সরকার চলছে বলে বিরোধী দল যে বিবৃতি দিয়েছে তার জন্য বিরোধী দলের সমালোচনা করেন তারা। তারা উল্টো এটাকে পাকিস্তানের জন্য ‘ডিফাইনিং মোমেন্ট’ বলে আখ্যায়িত করেন।ডন অনলাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।