Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীরব গণহত্যার প্রতিবাদে টোকিওতে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু কি যখন জাপান সফর করছেন, ঠিক সে সময়টাতেই টোকিওর মিয়ানমার দ‚তাবাসের বাইরে বিক্ষোভ করেছে বহু ডজন আরাকানি। সোমবার বিকেলে দ‚তাবাসের বাইরে জড়ো হয়ে তারা রাখাইনে বেসামরিক মানুষদের গ্রেফতার এবং সঙ্ঘাত ছড়িয়ে দেয়ার অভিযোগে সু কির সরকারের নিন্দা জানান। রাখাইনে ‘নীরব গণহত্যা’ চালানো হচ্ছে বলেও এ সময় উল্লেখ করেন তারা। মঙ্গলবার জাপানের সম্রাট তার সিংহাসনে আরোহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে রোববার রাতে জাপান পৌঁছান মিয়ানমারের স্টেট কাউন্সিলর। তিনি সেখানে পৌঁছালে একদল সমর্থক তাকে সেখানে স্বাগত জানান। এ সময় তারা দ‚তাবাসে বিক্ষোভকারীদের বক্তব্যকে প্রত্যাখ্যান করেন। আরাকানি বিক্ষোভকারীরা দাবি করেছেন যে, দাও অং সান সু কি আরাকান আর্মিকে (এএ) সম্প‚র্ণ নির্ম‚ল করার জন্য মিয়ানমারের সামরিক বাহিনীকে যে নির্দেশ দিয়েছেন, সেটাই রাখাইন রাজ্যের সঙ্ঘাতকে উসকে দিয়েছে এবং এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নেপিদোতে জানুয়ারি মাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সামরিক বাহিনী দাও অং সান সু কি’র একটি নির্দেশের কথা উল্লেখ করেছিল, যেখানে তিনি আরাকান আর্মিকে নির্ম‚লের নির্দেশ দেন। বিক্ষোভকারীরা বলেছে, তাদের উদ্দেশ্য হলো গোটা বিশ্বকে এই সত্যটা জানানো যে, মিয়ানমারের সেনাবাহিনী এবং সরকার আরাকান আর্মির সাথে সম্পর্ক থাকার সন্দেহে হাজার হাজার আরাকানি মানুষকে গ্রেফতার করেছে এবং রাখাইন রাজ্যে বাস্তুহীন মানুষদের জন্য যে ত্রাণ সহায়তা যেতো, সেটা বন্ধ করে দিয়েছে। আরাকান ইউথস ইউনিয়ন- জাপানের চেয়ারম্যান কিয়াউ থান লাইং সোমবার অভিযোগ করেছেন যে, আরাকান আর্মিকে সহায়তা করার সন্দেহ থেকে বাস্তুহীন মানুষদের সহায়তা বন্ধ করে দেয়াটা আরাকানের মানুষদের বিরুদ্ধে ‘নীরব গণহত্যা’ চালানোর শামিল। “এই সব সহায়তা কোনভাবেই আরাকান আর্মির সহায়তার জন্য দেয়া হয় না। এগুলো ঘরবাড়িহীন মানুষজনের কাছে দেয়া হয়”। বিক্ষোভকারীরা রাখাইন রাজ্যে আরাকানের মানুষদের জন্য স্বায়ত্তশাসনের দাবি জানান। তারা সঙ্ঘাতপীড়িত এলাকায় ঘরবাড়িহারা মানুষদের কাছে ত্রাণ পৌঁছানোর এবং সেখানে ইন্টারনেট সেবা পুনরায় চালুর দাবি জানান। রাজ্যের বেশ কিছু জায়গায় সরকারের আদেশে সেটা বন্ধ রাখা হয়েছে। একই সাথে তারা গ্রেফতারকৃত আরাকানি রাজনীতিবিদ ড. আয়ে মাউংসহ অন্যান্য জাতিগত নেতাদের মুক্তি দাবি করেন। এসএএম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ