Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠেকাতে না পারলে উপভোগ করুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

ভারতের কেরালা রাজ্যের এমএলএ হিবি ইডেনের স্ত্রী অ্যানা লিন্ডা এডেন এক ফেসবুক পোস্টে বলেছেন, ভাগ্য অনেকটা ধর্ষণের মতো। যদি ঠেকাতে না পারেন তবে উপভোগ করুন। তিনি ফেসবুক থেকে পোস্টটি মুছে ফেলার পরও এ নিয়ে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিতর্কিত হচ্ছেন বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম আনন্দবাজার। সোমবারের প্রবল বৃষ্টিতে রাজ্যটির কোচি শহরের বিভিন্ন জায়গায় পানি জমে যায়। বেহাল পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে শহরবাসীদের সমালোচনার মুখে পড়তে হয় সিটি করপোরেশনকে। পেশায় সাংবাদিক অ্যানার বাড়ির সামনেও পানি জমে যায়। এই বেহাল নিষ্কাশন ব্যবস্থাকে কটাক্ষ করেই ফেসবুকে তিনি পোস্টটি দেন। পোস্টটি দেয়ার পরপরই সমালোচনার ঝড় বয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকেই প্রশ্ন করেন, সাংবাদিক হয়েও কিভাবে এমন মন্তব্য করতে পারলেন আপনি? কেউ কেউ বলেন, আপনার ক্ষমা চাওয়া উচিত। অ্যানা সমালোচনার ঝড় থামাতে ফেসবুকে এই পোস্টের ব্যাখ্যা দেন। তিনি জানান, ভারী বর্ষণে নারীদের যে দুর্ভোগের শিকার হতে হচ্ছে, তা বোঝাতেই এমন মন্তব্য করেছেন। ফেসবুক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ