পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভোলায় নির্বিচারে গুলি চালানো হয়েছে। এ সরকার দেশের জনগণকে পশু-পাখি মনে করে। যেকোনও সমাবেশ হলেই সেখানে গুলি আর হত্যা। সরকারের কাছে মানুষ হত্যা ডাল-ভাতে পরিণত হয়েছে।’- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেছেন।
ভোলার বোরহানউদ্দিনে হত্যার ঘটনার প্রতিবাদে বুধবার (২০ অক্টোবর) আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত মিছিলটি নয়াপল্টন কার্যালয় থেকে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
ভোলার ওই ঘটনার প্রতিবাদে বুধবার ঢাকার থানায় থানায় এবং সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।
রিজভী বলেন, ‘প্রতিবাদ আগেভাগে নিস্তব্ধ করে দেওয়ার জন্য মিছিল বা সমাবেশে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। সরকার গণতন্ত্র হত্যা করেছ। মানুষের বাক স্বাধীনতা ও স্বাধীন মতামত হরণ করে নিয়েছে।’
রিজভী বলেন, ‘ভোলা হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা সারাদেশে আজকে কর্মসূচি করছি। সবাইকে রাজপথে নেমে আসতে হবে। যদি প্রতিবাদ না করি তাহলে আপনাদের-আমাদের কারও জীবনই নিরাপদ থাকবে না। শুধু তাই নয়,আমাদের সন্তানরা নিরাপদে স্কুল-কলেজে যেতে পারবে না।’
সরকারের অপকর্মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান রিজভী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।