Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসএমপি’র ট্রাফিক বিভাগের ৯ কর্মকর্তার দায়িত্ব রদবদল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ৬:৪০ পিএম

সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ৯ কর্মকর্তার দায়িত্ব রদবদল করা হয়েছে। মঙ্গলবার এসএমপি’র উপ-কমিশনার (ট্রাফিক) মো. ফয়সল মাহমুদ স্বাক্ষরিত এক আদেশে তাদের দায়িত্বে রদবদল করা হয়। এর মধ্যে চার্লি টেঙ্গো-৬ টিআই মো. মুহিবুর রহমানকে চার্লি টেঙ্গো-১ (প্রশাসন) ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে চার্লি টেঙ্গো-১০, চার্লি টেঙ্গো-৩ টিআই মো. শরিফুল ইসলামকে চার্লি টেঙ্গো-২ ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে চার্লি টেঙ্গো-৫, চার্লি টেঙ্গো-৯ টিআই মো. বদিউল আমীন চৌধুরীকে চার্লি টেঙ্গো-৩, চার্লি টেঙ্গো-৮ টিআই মো. শওকত হোসেনকে চার্লি টেঙ্গো-৪, চার্লি টেঙ্গো-৭ টিআই নিখিল জীবন চাকমাকে চার্লি টেঙ্গো-৬, চার্লি টেঙ্গো-১১ (প্রসিকিউশন) টিআই মোহাম্মদ হানিফ মিয়াকে চার্লি টেঙ্গো-৭, চার্লি টেংগো-১ (প্রশাসন) টিআই মোহাম্মদ হাবিবুর রহমানকে চার্লি টেঙ্গো-৮, চার্লি টেঙ্গো-২ টিআই মো. আব্দুল মুকিতকে চার্লি টেঙ্গো-৯, চার্লি টেঙ্গো-৪ টিআই মো. সাইফুর রহমানকে চার্লি টেঙ্গো-১১ (প্রসিকিউশন)’র দায়িত্ব দেয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উল্লেখিত দায়িত্ব পালনসহ সুষ্ঠু যানবাহন নিয়ন্ত্রণ ডিউটি তদারকির নির্দেশ প্রদান করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দায়িত্ব রদবদল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ