Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিবালার জোড়া গোলে জুভেন্টাসের জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ৩:৫৮ এএম

দলের প্রয়োজনের মুহূর্তে জোড়া গোল করে নিজেকে মেলে ধরলেন পাওলো দিবালা। দুই মিনিটে দুবার জালে বল পাঠিয়ে গড়ে দিলেন পার্থক্য। লোকোমোতিভ মস্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা ধরে রাখলো জুভেন্টাস। জুভেন্টাস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়া স্বাগতিকরা ২-১ গোলে জিতেছে।
ম্যাচের শুরুর দিকে কারোর খেলাতেই ছিল না তেমন কোনো ধার। বল দখলে একচেটিয়া আধিপত্য রেখে জুভেন্টাস আক্রমণে চেষ্টা করে গেলেও প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
অনেকটা আচমকাই খেলার ধারার বিপরীতে ৩০তম মিনিটে এগিয়ে যায় অতিথিরা। ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চিকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে নেওয়া জোয়াও মারিওর জোরালো শট ঠেকিয়ে দেন গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি; কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল ফাঁকায় পেয়ে হাফ ভলিতে ঠিকানা খুঁজে নেন রুশ মিডফিল্ডার আলেকসেই মিরানচুক।
দ্বিতীয়ার্ধেও একই ছিল ম্যাচের গতিপথ। প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখলেও নিশ্চিত সুযোগ তৈরি করতে পারছিল না জুভেন্টাস। পাঁচ মিনিটের মধ্যে ভালো দুটি সুযোগ পেয়েছিলেন বদলি নামা গনসালো হিগুয়াইন; কিন্তু দুবারই লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন তিনি।
এরপরই দেখা যায় দিবালা জাদু। ৭৭তম মিনিটে হুয়ান কুয়াদরাদোর পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন তারকা ফরোয়ার্ড।
পরের গোলটিতে ছিল কিছুটা সৌভাগ্যের ছোঁয়া। তবে দিবালার নৈপুণ্যও কোনো অংশে কম নয়। আলেক্স সান্দ্রোর জোরালো দূরপাল্লার শট ঝাঁপিয়ে রুখে দিয়েছিলেন গোলরক্ষক; কিন্তু আলগা বল চলে যায় ফাঁকায় জায়গা করে নেওয়া দিবালার পায়ে। প্রথম ছোঁয়ায় নিচু শটে জয়সূচক গোলটি করেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড।
তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জুভেন্টাস। দিনের আগের ম্যাচে আলভারো মোরাতার একমাত্র গোলে বায়ার লেভারকুসেনকে হারানো আতলেতিকো মাদ্রিদ সমান ৭ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ