Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অলিম্পিয়াকোসকে হারিয়ে ছন্দে ফিরল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ৩:৩৬ এএম

বুন্দেসলিগায় হঠাৎ খেই হারিয়ে ফেলা বায়ার্ন মিউনিখ ফিরেছে ছন্দে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হারিয়েছে অলিম্পিয়াকোসকে। বি গ্রুপের ম্যাচে ৩-২ গোলে জিতেছে বায়ার্ন।
প্রথমার্ধের শুরুতেই ২৩ মিনিটের মাথায় এল আরাবির গোলে গিড নেয় অলিম্পিয়াকোস। পরে ৩৪ ও ৬২ মিনিটে লেভানদস্কির জোড়া গোলে এগিয়ে যায় বায়ার্ন। এরপর ৭৫ মিনিটে টলিসোর গোলে ৩-১ ব্যবধানে লিড নেয় বায়ার্ন। চার মিনিট পর ব্যবধান কমান গুলহারমে। তাতে বায়ার্নকে অবশ্য জয়বঞ্চিত করতে পারেনি তারা।
৩ ম্যাচে টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন। ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে টটেনহ্যাম। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রেড স্টার বেলগ্রেড। অলিম্পিয়াকোসের পয়েন্ট ১।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ