Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমাকে অভিশংসনের সিদ্ধান্ত নিয়ে রেখেছে প্রতিনিধি পরিষদ : ট্রাম্প

সিরিয়ায় ‘স্বল্প’ সংখ্যক মার্কিন সৈন্য থাকবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ আগে থেকেই আমাকে অভিশংসনের সিদ্ধান্ত নিয়ে রেখেছে। ক্যাবিনেটে বৈঠকের প্রথমেই প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, তদন্ত নয়, আগেই ইউক্রেন ইস্যুতে আমাকে অভিশংসনের সিদ্ধান্ত নিয়ে রেখেছে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। তবে তারা কখনো মিট রমনিকে নিয়ে কিছু বলেন না। তারা আগামী নির্বাচনে আমাকে ঠেকাতে এই প্রচেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য, প্রতিনিধি পরিষদ সিদ্ধান্ত নিলেও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা থাকায় ট্রাম্পকে অভিশংসন করা সহজ হবে না। অপর এক খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, সিরিয়ায় স্বল্প সংখ্যক মার্কিন সৈন্য মোতায়েন থাকবে। যদিও তুরস্ক সীমান্তবর্তী কুর্দি প্রধান এলাকা থেকে যুক্তরাষ্ট্রের বিতর্কিত সৈন্য প্রত্যাহারের কাজ চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে। হোয়াইট হাউসে মন্ত্রী পরিষদের বৈঠকে দেয়া ট্রাম্পের এ বিবৃতি সিরিয়া থেকে তিনি সকল মার্কিন সৈন্য প্রত্যাহার করতে চান এর আগে দেয়া তার এমন বক্তব্যের সাথে সাংঘর্ষিক। যা নিয়ে ইতোমধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ট্রাম্প বলেন, এসব সেনা দল ইসরাইল ও জর্ডানের অনুরোধের প্রেক্ষিতে তাদের ভ‚খন্ডের কাছে রয়েছে এবং তারা বিভিন্ন তেলক্ষেত্র পাহারা দিচ্ছে। বিস্তারিত উল্লেখ না করে তিনি বলেন, কুর্দি এলাকা থেকে পর্যায়ক্রমে সৈন্য প্রত্যাহার করে নেয়া হলেও তেলক্ষেত্র নিয়ন্ত্রণে এসব সৈন্য ‘অন্যভাবে’ মোতায়েন রাখা হচ্ছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ