Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৫ দেশে সাইবার হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

ইরানি হ্যাকারদের ওপর সাইবার হামলা চালিয়েছে রুশ হ্যাকারদের সংগঠন তুর্লা গ্রুপ। ইরানি হ্যাকারদের পরিচয়ের অন্তরালে থেকে ৩৫টিরও বেশি দেশে হামলা চালিয়েছে রুশ সংগঠনটি। যুক্তরাষ্ট্র ও বৃটেনের এক যৌথ তদন্তে এ তথ্য উঠে এসেছে। খবরে বলা হয়, ইরানি হ্যাকারদের সংগঠন অয়েলরিগ এর সরঞ্জাম ব্যবহার করে বিশ্বজুড়ে কয়েক ডজন দেশে হামলা চালিয়েছে রুশ হ্যাকার সংগঠন তুর্লা গ্রুপ। সমপ্রতি, দুই বছরব্যাপী এক তদন্ত শেষে এমনটা জানিয়েছে বৃটেনের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র (এনসিএসসি) ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)। এখানে উল্লেখ্য, তুর্লা গ্রুপের বিরুদ্ধে রুশ গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অন্যদিকে, অয়েলরিগ এর বিরুদ্ধে ইরানি সরকারের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। তদন্তকারীরা বলেছেন, ইরানি সংগঠনটি খুব সম্ভবত জানতো না যে, তাদের হ্যাকিং পদ্ধতি হ্যাক করে সাইবার হামলা চালাচ্ছিল রুশ সংগঠনটি। এইসব হামলার শিকার হয়েছে, একাধিক সামরিক স্থাপনা, সরকারি বিভাগ, বৈজ্ঞানিক সংস্থা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়। পুরো বিশ্বজুড়ে বিভিন্ন দেশে এসব হামলা চালানো হয়েছে তবে, বেশিরভাগ হামলা মধ্যপ্রাচ্যেই ঘটেছে। দ্য ফিন্যান্সিয়াল টাইমস, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ