Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওয়াজ শরীফ হাসপাতালে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সোমবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে লাহোরের এনএবি ডিটেনশন সেন্টার (কারাগার) থেকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। খবরে বলা হয়েছে, চিকিৎসকরা ডেঙ্গুসহ নানা ধরনের স্বাস্থ্য পরীক্ষার পর জানিয়েছেন, তার রক্তের গুরুত্বপূর্ণ উপাদান প্লাটিলেট কমে যাওয়াসহ বেশ কিছু শরীরিক সমস্যা ধরা পড়েছে। নওয়াজ শরিফের ব্যক্তিগত চিকিৎসক ডা. আদনান খান বলেন, সোমবার সন্ধ্যা থেকেই সাবেক এ প্রধানমন্ত্রীর অবস্থা বেশ খারাপ ছিল। তখন থেকেই দেশটির তেহরিক-ই-ইনসাফ শাসিত সরকারকে অনুরোধ করে আসছি নওয়াজ শরিফকে হাসপাতলে ভর্তি করার। দ্যা ডন, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ