Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৃথক পতাকা ও সংবিধানের দাবি ছাড়বে না নাগারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

আলাদা নাগা পতাকা ও সংবিধানের দাবি ছেড়ে দেয়া হবে না বলে আবারো ঘোষণা দিয়েছে ভারতের উত্তরপ‚র্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের প্রভাবশালী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘ন্যাশনাল সোসিয়ালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড ইসহাক-মুইভা’ (এনএসসিএন আই-এম)। এই গ্রুপটি নাগা রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে চ‚ড়ান্ত চুক্তি স্বাক্ষর বিলম্বিত করছে বলে রাজ্যের গভর্নর ও প্রধান শান্তি আলোচক আর এন রাভি অভিযোগ করার একদিন পর গত শনিবার এনএসসিএন আই-এম নতুন করে তাদের দাবির কথা মনে করিয়ে দেয়। এনএসসিএন আই-এম চেয়ারম্যান কিউ তুচ্চু এক বিবৃতিতে বলেন, ‘চ‚ড়ান্ত পর্যায়ের কাছাকাছি পৌছার পর আমরা নাগা পতাকা ও সংবিধান নিয়ে বাধার সম্মুখিন হচ্ছি।’ ‘ভারতীয় কর্তৃপক্ষের যারা আলোচনা সামাল দিচ্ছেন তারাও জানেন যে নাগা পতাকা ও সংবিধান ছাড়া ইন্দো-নাগা রাজনৈতিক সমাধান অন্তর্ভুক্তিমল‚ক হবে না এবং এটা ভবিষ্যতের জন্য মাথাব্যাথার কারণ হয়ে থাকবে। আমরা স্থায়ী সমাধান চাই। সেনাবাহিনী মোতায়েন করে কেন্দ্রীয় সরকার নাগাদের মনে ভয় ধরাতে চাচ্ছে বলেও এনএসসিএন আই-এম অভিযোগ করে। তুচ্চু বলেন, ভারত সরকার সশস্ত্র বাহিনীর হাজার হাজার সদস্য মোতায়েন করে নাগালিমে (নাগা জনগোষ্ঠী) ভীতিকর পরিবেশ তৈরি করছে। সরকার যদি আলোচক দলকে ইচ্ছে মতো চালিত করতে সামরিক পন্থা বেছে নেয় তাহলে বিষয়টি শেষ হয়ে যাবে না। সমস্যা টিকে থাকবে এবং আঘাত করে যাবে। রাভি তার বিবৃতিতে দাবি করেন যে এনএসসিএন আই-এম চক্রান্ত করে এতে কাল্পনিক বিষয়বস্তুর অবতারণা করে ২০১৫ সালের ফ্রেমওয়ার্ক চুক্তিটিকে বিলম্বিত করছে। কিন্তু নাগাল্যান্ডের সবচেয়ে বড় এই বিদ্রোহী গ্রুপটি বলছে যে চ‚ড়ান্ত চুক্তির জন্য পতাকা ও সংবিধান গুরুত্বপ‚র্ণ। বিবৃতিতে বলা হয়, ‘কাঠামোগত চুক্তি’ হচ্ছে দুই বিবাদী দল – ভারতীয় ও নাগাদের জন্য একটি সাক্ষাতের স্থান এবং বিভক্ত নাগাদের জন্য একটি মিলনস্থল।’ ‘কাঠামোগত চুক্তিকে অবশ্যই ভারতের নিরাপত্তা উদ্বেগের পাশাপাশি নাগাদের ঐতিহাসিক ও রাজনৈতিক অধিকারগুলো স্বীকার করে নিয়ে দীর্ঘদিনের ইন্দো-নাগা রাজনৈতিক সংঘাতের একটি সম্মানজনক ও গ্রহণযোগ্য সমাধান নিয়ে আসতে হবে। শুক্রবার গভর্নরের দফতর থেকে দেয়া বিবৃতিতে বলা হয় যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের জন্য একটি ব্যাপকভিত্তিক খসড়া প্রস্তত হয়ে আছে। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ