Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি চেয়ারপার্সনের বাসভবনে সমন টাঙানো ন্যক্কারজনক-জাতীয় পার্টি

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টিার (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি.আই.এম. ফজলে রাব্বি চৌধুরী বলেছেন, ২০ দলীয় জোট নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তড়িঘড়ি মামলা দায়ের করে তাঁর বাসভবনের ফটকে সমন টাঙিয়ে দেয়ার ঘটনাকে কেবল মধ্য যুগীয় নায়েব-গোমস্তা সলুভ আচারণের সঙ্গেই তুলনা করা যায়। এই হাস্যকর ও ন্যক্কারজনক ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। গতকাল পার্টির গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়ামের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় পার্টির প্রেসিডিয়ামের এই সভায় দেশের সর্বোশেষ রাজনৈতিক পরিস্থিতির পর্যালচনা করা হয় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি, বিশেষ করে পুলিশ বাহিনীর কতিপয় চাঁদাবাজ-দুর্নীতিবাজ বিপদগামী সদস্যের বেপরোয় কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এ সময় সন্ত্রাস ও চরম সামাজিক অস্থিরতা রোধ কল্পে অবিলম্বে অবাধ নিরপেক্ষ একটি অন্তর্বর্তীকালীন নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সত্যিকারের গণতান্তিক সরকার প্রতিষ্ঠার সংকল্প ঘোষণা করা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন, লুৎফর রহমান চৌধুরী হেলাল, নওয়াব আলী আব্বাস খান, প্রফেসর ডা. শহীদুল ইসলাম, খালেকুজ্জামান চৌধুরী, এডভোকেট মওলানা রুহুল আমিন, এডভোকেট হোসনে আরা আহসান, আনিসুর রহমান মানিক, জাফরউল্লা খান চৌধুরী (লাহরী), এডভোকেট সফিউদ্দিন ভূঁইয়া, আলহাজ সেলিম মাস্টার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি চেয়ারপার্সনের বাসভবনে সমন টাঙানো ন্যক্কারজনক-জাতীয় পার্টি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ