Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘হাফেজ্জী হুজুর (রহ.)-এর জীবন ও কর্ম’

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শীর্ষক জাতীয় সেমিনার : স্টাফ রিপোর্টার : আগামী ৩ ফেব্রæয়ারী বিকেল ৩টায় গুলিস্তানস্থ কাজী বশির মিলনায়তনে যুগশ্রেষ্ঠ অলিয়ে কামেল হযরত মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.)-এর জীবন ও কর্ম’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদরাসার মহাপরিচালক হযরত হাফেজ্জী হুজুর (রহ.)-এর ছাহেবজাদা মাওলানা হাফেজ ক্বারী শাহ আতাউল্লাহর সভাপতিত্বে এতে অধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি। সেমিনার উদ্বোধন করবেন বেফাক মহাসচিব মাওলানা মুহাম্মাদ আব্দুল জব্বার জাহানাবাদী। হযরত হাফেজ্জী হুজুর (রহ.) জাতীয় সেমিনার কমিটি আয়োজিত এ সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখবেন বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমান মিয়া, কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান বঙ্গবীর কাদের সিদ্দিকী, এমপি আয়মন আকবর চৌধুরী, মধুপুর পীর ছাহেব মাওলানা আব্দুল হামিদ, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, পীর ছাহেব চরমোনাই (রহ.)-এর ছাহেবজাদা মাওলানা মুফতী সৈয়দ ফয়জুল করীম, সাবেক এমপি শাহ মোহাম্মাদ আবু জাফর ও মুফতী ফজলুল হক আমিনী (রহ.)-এর ছাহেবজাদা মাওলানা আবুল হাসানাত আমিনী। গতকাল বিকেলে যাত্রাবাড়ী কাজলাস্থ বেফাক কার্যালয়ে সেমিনার সফল জন্য প্রস্তুতিমূলক এক সভায় সভাপত্বি করেন বেফাক মহাসচিব মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী। সভায় সেমিনার সফল করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘হাফেজ্জী হুজুর (রহ.)-এর জীবন ও কর্ম’
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ