Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামেয়ান রাউজান ছাত্র পরিষদের কাউন্সিল সম্পন্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

 জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় রাউজান উপজেলার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত জামেয়ান রাউজান ছাত্র পরিষদ-এর কাউন্সিল অধিবেশন গতকাল রোববার নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। পরিষদের আহ্বায়ক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন আনজুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান।

উদ্বোধক ছিলেন গাউছিয়া কমিটির মহাসচিব শাহজাদ ইবনে দিদার। প্রধান বক্তা ছিলেন জামেয়া সুন্নিয়ার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ আনিসুজ্জামান আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন জামেয়া সুন্নিয়া মহিলা মাদরাসার অধ্যক্ষ ড. সরওয়ার উদ্দিন কাদেরী, চট্টগ্রাম কলেজের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আরিফুর রহমান প্রমুখ।
কাউন্সিলে মুহাম্মদ সালামত রেযা কাদেরীকে সভাপতি এবং মুহাম্মদ বাহাউদ্দিন কাদেরীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ