Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতকে পিছিয়ে দিচ্ছে বাংলাদেশ ফিফা র‌্যাংঙ্কিং

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম


: পুরাতন বাংলাদেশই যেন নতুন করে চেনাল নিজেদের। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এক লড়াকু বাংলাদেশকে দেখেছে ফুটবলবিশ্ব। ফিফা র‌্যাংঙ্কিংয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা ভারতের বিপক্ষে প্রায় পুরো সময়টাই বাংলাদেশ ছিল এগিয়ে।র্ ভারতকে নিজেদের মাঠে হারানোর উপলক্ষ অনেকটাই তৈরি করে রেখেছিল জামাল ভূঁইয়ারা। তবে শেষ মুহুর্তে ভারতীয় সেন্টার ব্যাক আদিল খানের করা গোলে হারের লজ্জা এড়ায় স্বাগতিক দল। ম্যাচ শেষ হয় ১-১ গোলের অমিমাংসীত ড্রতে। হার এড়াতে পারলেও র‌্যাংঙ্কিংয়ে পেছানোটা এড়াতে পারেনি ভারত।
নিজেদের জাত চেনানোর ম্যাচে প্রতিপক্ষ ভারতের বিপক্ষে বুক চিতিয়ে লড়াইয়ের ফল অবশ্য এসেছে। ফিফা র‌্যাঙ্কিয়ে উন্নতি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। অন্যদিকে নিজেদের থেকে র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকা দলের সাথে ড্র করার মাশুল গুণতে হচ্ছে ভারতকে। ফুটবল র‌্যাংকিং সিস্টেম বলছে বাংলাদেশের সাথে ড্র করায় তিন ধাপ পেছাতে হবে সুনীল ছেত্রীদের। বর্তমানে ফিফার র‌্যাংকিংয়ে ভারতের অবস্থান ১০৪ নম্বরে। আর বাংলাদেশের অবস্থান ১৮৭তে।
ফিফার নতুন প্রকাশিত র‌্যাংঙ্কিংয়ে ভারত তিন ধাপ পিছিয়ে নেমে যাবে ১০৭ নম্বরে। আর এই ম্যাচের আগে ১৮৭ নম্বরে থাকা বাংলাদেশের র‌্যাংকিংয়ে উন্নতি হয়ে উঠে আসবে ১৮৪ নম্বরে। আগামী ২৪ অক্টোবর নতুন র‌্যাংঙ্কিং প্রকাশ করবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
কলকাতায় যুবা ভারতী স্টেডিয়ামে ৪২ মিনিটে সাদ উদ্দিনের গোলে ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে বাংলাদেশ। তবে ম্যাচের একদম শেষ মুহূর্তে আদিল খান গোল করে ভারতকে সমতায় ফেরায়। আর কাতার বিশ্বকাপ এবং এশিয়া কাপের বাছাইপর্বে এখন পর্যন্ত জয় বঞ্চিত দুই দলই। আফগানিস্তান এবং কাতারের বিপক্ষে দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ আর ভারতের সাথে করেছে ড্র। অন্যদিকে কাতারের বিপক্ষে গোল শুন্য ড্র করেছিল ভারত আর ওমানের বিপক্ষে হেরেছিল সুনীলরা।
নিজেদের পরবর্তী ম্যাচে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর ওমানে অনুষ্ঠিত হবে ম্যাচটি। তিন ম্যাচে দুই হার আর এক ড্রতে এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে যেভাবে লড়াই করেছে সেই বাংলাদেশকেই দেখতে চায় ফুটবলপ্রেমীরা। আর তা করতে পারলে জয় অসম্ভব হবে না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ