Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবোলা পরিস্থিতি এখনো ভয়াবহ কঙ্গোতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে ইবোলা পরিস্থিতি এখনো ভয়াবহ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও)। সংস্থাটির পক্ষ থেকে শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এখনো বিপজ্জনক হারে কঙ্গোয় ইবোলায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। কয়েক দশক ধরে ইবোলা আবির্ভ‚ত হয়েছে মানুষের জন্য বড় আতঙ্ক হিসেবে। কারণ এ রোগে আক্রান্ত হয়ে বেঁচে গেছেন এমন লোকের সংখ্যা খুব বেশি নয়। জানা যায়, কঙ্গোতে নতুন করে গত সপ্তাহে ১৫ জন ইবোলায় আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বেশ কয়েকটি সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একইসঙ্গে দেশটিতে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের কার্যক্রমের পরিধি আরো বাড়াবে বলেও জানানো হয়। প্রসঙ্গত, দেশটিতে এ নিয়ে ইবোলার ১০ম মহামারি চলছে। বছরখানেক আগে শুরু হওয়া এ দফার মহামারিতে আক্রান্তের সংখ্যা তিন হাজার টপকেছে বলেও কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তাছাড়া, কঙ্গোতে এখন পর্যন্ত ইবোলায় আক্রান্ত হয়ে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। যদিও স¤প্রতি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে বিজ্ঞানীরা ইবোলার চিকিৎসায় সাফল্য পাবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তাদের গবেষণা বলছে, দ্রুত চিকিৎসা শুরু করলে ৯০ শতাংশ আক্রান্ত রোগীই বেঁচে যেতে পারেন। কঙ্গোতে ইবোলা রেসপন্স এর সমন্বয়ক প্রফেসর জিয়ান জ্যাকুয়াস মুয়েম্বে আনুষ্ঠানিক ঘোষণায় বলেছেন, এই রোগ হয়ত খুব শিগগিরই ‘প্রতিরোধ ও চিকিৎসাযোগ্য’ হবে এবং তিনি এ পরীক্ষাকে ‘বছরের সবচেয়ে বড় খবর’ হিসেবে আখ্যায়িত করছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ