Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ নভেম্বর ওমান যাবেন জামালরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৯, ১২:১২ এএম

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে আগামী ৩ নভেম্বর ওমান যাবেন জামাল ভূঁইয়ারা। ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে ১৪ নভেম্বর ওমানের সীব শহরের আল-সীম স্টেডিয়ামে বাংলাদেশ-ওমান ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফিফা র‌্যাঙ্কিংয়ে ওমানের অবস্থান ৮৪। অন্যদিকে বাংলাদেশ রয়েছে ১৮৭তম স্থানে। র‌্যাঙ্কিংয়ে ১০৩ ধাপ এগিয়ে থাকা ওমানের বিপক্ষে জয়ের প্রত্যাশা করছেন বাফুফের সহ-সভাপতি এবং জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কো-চেয়ারম্যান তাবিথ আউয়াল। গতকাল এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ওমান ম্যাচ নিয়ে বাফুফের পরিকল্পনা বিষয়ে তাবিথ আউয়াল বলেন, ‘৩ নভেম্বর মাস্কটের উদ্দেশে ঢাকা ছাড়বে দল। ওখানে ক্যাম্প করব আমরা। ক্যাম্প করার পাশাপাশি ওমানের একটি ক্লাব দলের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলার চেষ্টা করব। তবে ম্যাচের তারিখ নির্ধারণ হয়নি। যেভাবে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলা উপহার দিয়ে চলেছি; ওমানের বিপক্ষে তেমন খেলাই উপহার দেব দেশবাসীকে।’ ১৫ অক্টোবর ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে শেষ ম্যাচটি খেলেন ব্রিটিশ কোচ জেমি ডে’র শিষ্যরা। ওই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচের পরেই ছুটিতে গেছেন জেমি। খেলোয়াড়রা অবশ্য ছুটিতে নেই। জাতীয় দলে থাকা অর্ধেকের বেশি খেলোয়াড় এই মুহূর্তে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টে খেলছেন। অন্যরা ঘরোয়া আসরের আগামী মৌসুমকে সামনে রেখে নিজ নিজ ক্লাবের হয়ে অনুশীলনে ব্যস্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ