Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দোষী প্রেসিডেন্টের ভাই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে দোষী সাব্যস্ত হয়েছে হন্ডুরাসের প্রেসিডেন্ট জুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের ভাই টনি হার্নান্দেজ। দুই সপ্তাহের বিচার শেষে শুক্রবার ম্যানহাটনের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে। আগামী ১৭ জানুয়ারি তার বিরুদ্ধে দন্ড ঘোষণা করা হতে পারে। এতে যাবজ্জীবন কারাদন্ড হতে পারে তার। টনির বিরুদ্ধে ভাইয়ের প্রভাব ব্যবহারের অভিযোগ থাকলেও তা অস্বীকার করেছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে ভাইয়ের বিরুদ্ধে রায় ঘোষণার পর হন্ডুরাসে প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।
২০১৮ সালে যুক্তরাষ্ট্রে মিয়ামিতে গ্রেফতার হয় ৪১ বছর বয়সী টনি হার্নান্দেজ। তার বিরুদ্ধে মাদক পাচার ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়। যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা তাকে ভাইয়ের সুরক্ষা ব্যবহার করে প্রায় ২২০ টন কোকেইন পাচারে সাহায্য করায় অভিযুক্ত করে। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট জুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ।
এক টুইট বার্তায় হন্ডুরাসের প্রেসিডেন্ট জানিয়েছেন ‘গভীর দুঃখের’ সঙ্গে তিনি ভাইয়ের দোষী সাব্যস্ত হওয়ার খবর পেয়েছেন। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে সহায়তা করা সাবেক মাদক পাচারকারীদের দিকে ইঙ্গিত করে তিনি লেখেন, ‘স্বীকৃত খুনিদের সাক্ষ্যের ভিত্তিতে তার ভাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে’। টনি হার্নান্দেজের বিচারে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে সহায়তা দেয় সাবেক মেয়র আমিলকার আলেক্সান্ডার আরডন ও সাবেক গ্যাং সদস্য দেভিজ ড্যানিয়েল রিভেরা মারাদিয়াগা। এদের দ্জুনেই বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছে। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ