Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজেদের ঘাঁটিতেই বোমা বর্ষণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

সিরিয়ার উত্তরাঞ্চলে নিজেদের ফেলে যাওয়া একটি গোলাবারুদের ঘাঁটিতে বোমা মেরে উড়িয়ে দিয়েছে মার্কিন সেনারা। কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযান শুরু হওয়ার আগ মুহ‚র্তে উত্তর সিরিয়ার ওই ঘাঁটি ছেড়ে চলে যায় মার্কিন সেনারা। মার্কিন নেতৃত্বাধীনআন্তর্জাতিক জোটের মুখপাত্র এবং মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল মাইলেজ কেজিংস বুধবার তার টুইটার পেইজে জানিয়েছেন, আমেরিকার দুটি জঙ্গিবিমান একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বোমা হামলা চালায় যা আমেরিকা ও কুর্দি গেরিলাদের সমন্বয় কেন্দ্র হিসেবে কাজ করছিল। তিনি বলেছেন, ওই গুদামে বিমান হামলা চালানোর আগে আন্তর্জাতিক জোটের সমস্ত সেনা এবং জরুরি কৌশলগত যন্ত্রপাতি সরিয়ে নেয়া হয়। মার্কিন বাহিনীর এ ঘাঁটিটি সিরিয়ার আইন আল-আরব বা কুবানি শহর ও আইন আল-ইসা শহরের মধ্যবর্তী স্থানে অবস্থিত। আইন আল-আরব শহরটি কোবানি শহর বলে পরিচিত। মার্কিন গোলা-বারুদের গুদামে হামলার জন্য দুটি এফ-১৫ ই বিমান ব্যবহার করা হয়। কর্নেল মাইলেজ জানান, ওই সিমেন্ট ফ্যাক্টরি যাতে আর সামরিক স্থাপনা হিসেবে ব্যবহার না করা যায় সে জন্য এগুলো ধ্বংস করা হয়েছে। এদিকে, ইলিনয়েস থেকে রিপাবলিকান দলের নির্বাচিত মার্কিন প্রতিনিধি পরিষদ সদস্য এডাম কিন জিংগার মার্কিন গোলাবারুদের ওই স্থাপনায় বোমা হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র নিন্দা জানিয়েছেন। তবে, মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন বলেছে, ওই স্থাপনার গোলাবারুদ যাতে তুর্কি সমর্থিত সশস্ত্র গ্রুপগুলোর হাতে না পড়ে সেজন্য গুদামটি ধ্বংস করা হয়েছে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ