Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতে তৈরি দুধও নিরাপদ নয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

ভারতে টাটকা দুধের পাশাপাশি নামী সংস্থার তৈরি প্রসেসড দুধও নির্ধারিত গুণগত ও নিরাপত্তাজনিত যোগ্যতামান বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার খাদ্যগুণমান নিয়ন্ত্রক সংস্থা- ফুড সেফ্টি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) এ তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নয়াদিল্লিতে প্রকাশিত সা¤প্রতিক গবেষণায় সংস্থাটির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সিইও পবন আগরওয়াল জানান, দুধের ক্ষেত্রে ভেজালের চেয়েও বড় সমস্যা দেখা দিয়েছে সংক্রমণজনিত কারণে। দুধে অ্যাফ্লাটক্সিন-এম১, অ্যান্টিবায়োটিকস এবং কীটনাশকের মতো চরম ক্ষতিকর পদার্থের উপস্থিতি পাওয়া গিয়েছে অধিকাংশ ভারতীয় দুগ্ধজাত পণ্যের নমুনায়। জানা যায়, এফএসএসএআই ২০১৮ সালের মে ও অক্টোবর মাসের মধ্যে সমীক্ষা চালিয়ে মোট ৬ হাজার ৪৩২টি প্রসেসড দুগ্ধজাত পণ্যের নমুনার ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছেছে। সংগঠিত ডেয়ারি কর্তৃপক্ষকে সমস্যা এড়াতে এফএসএসএআই নির্ধারিত মানদÐ মেনে চলতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এছাড়াও, আগামী ২০২০ সালের ১ জানুয়ারির মধ্যে এই ক্ষেত্রের অন্তর্ভুক্ত সমস্ত সংস্থার দুগ্ধজাত পণ্যের পরীক্ষা ও অনুসন্ধান পর্ব শেষ করার নির্দেশও দিয়েছে সংস্থাটি। ইন্ডিয়া টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ