Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেকেএলএফ’র সাবেক প্রধান কমান্ডার গ্রেপ্তার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) এর সাবেক প্রধান কমান্ডার জাভেদ আহমেদ মিরকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সিবিআই তাকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, শ্রীনগরে ভারতীয় বিমানবাহিনীর চার অফিসার খুনের মামলায় জাভেদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় তিন দশক আগে শ্রীনগরের রাওয়ালপোরায় হত্যা করা হয় ভারতীয় বিমানবাহিনীর চার অফিসারকে। জেকেএলএফ-এর সাবেক প্রধান কমান্ডার মিরের বয়স এখন ৫৪ বছর। স‚ত্রের খবর, সিবিআইএ-র একটি দল শ্রীনগরের জামালতলা অঞ্চলের বাড়ি থেকে বুধবার তাঁকে গ্রেপ্তার করে। সেখান থেকে পরে তাঁকে জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে। জম্মুর সিবিআই কোর্টে তাঁকে পেশ করা হলে, বিচারক মিরকে জামিনে মুক্তি দেন। ১৯৯০ সালের ২৫ জানুয়ারি রাওয়ালপোরায় আইএএফের চার অফিসার গুলিতে নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন স্কোয়াড্রন লিডারও। পুলিশের ধারণা, সন্ত্রাসবাদীরাই গুলি করে হত্যা করে অফিসারদের। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ