Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের নাটক হ্যালো মি.স্যাম

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্কঃ ঈদে বাংলাভিশনে প্রচারের জন্য হিমু আকরামের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘হ্যালো মি. স্যাম’। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রিয়া আমান, সোহেল খান, রিফাত চৌধুরী, রুমি, আল আমিন। মোহাম্মদ সামছু অতিমাত্রায় ভদ্রলোক। ম্যাচের সবাই তাকে শীতল রক্তের স্বপ্নচারী মানুষ হিসাবেই চেনে। সামছুর চারপাশে শুধু একটা স্বপ্নই ঘুরপাক খায়। সেটা হলো আমেরিকা। সামছু নিজেকে একজন আমেরিকান ভাবতেই পছন্দ করে। তাই ম্যাচের মালিক শরাফত রুমমেট কচি কিংবা মোড়ের পান বিড়ির দোকানদার হান্নান যখন তাকে সামছু ভাই বলে ডাকে সে তখন রেগে যায়। সামছু চায় সবাই তাকে স্যাম বলে ডাকুক। মাস শেষে ঘর ভাড়া আর বাকির খাতার হিসেব মিলাতে না পারলেও সামছুর আমেরিকা রোগ দিন দিন বাড়তেই থাকে। তারপর কোন এক বিকেলে সত্যি সত্যি পরিচয় হয় দুই আমেরিকানের সাথে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদের নাটক হ্যালো মি.স্যাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ