Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ ওভার ধামাকায় সিঙ্গাপুরের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

শেষ ওভারে প্রয়োজন ছিলো ৮ রান। হাতে উইকেট ছিলো ৪টি। কিন্তু সিঙ্গাপুরের বোলার আমজাদ মাহবুবের দৃঢ়তায় সেই রান করতে পারেনি স্কটল্যান্ড। শেষ ওভারে ৫ রান নিতে পেরেছে দলটি, হারিয়েছে তিনটি উইকেট। তাতে সিঙ্গাপুরও ২ রানের নাটকীয় জয় পেয়েছে।

গতকাল দুবাইয়ে আইসিসি টি-টোয়েন্টি বাছাইপর্বের প্রথম ম্যাচে জিতে ‘এ’ গ্রুপে এগিয়ে গেল দলটি। প্রথমে ব্যাট করে ওপেনার চন্দ্রমোহনের ৫১ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান তুলেছিলো দলটি। জবাবে শেষ ওভারের চমকে ১৬৬ রানের বেশি করতে পারেনি স্কটল্যান্ড।

অথচ স্কটল্যান্ডের সূচনা ছিল উল্লেখ করার মত। উদ্বোধনী জুটিতে মুনসি ও কোয়েটজার তোলেন ৭০ রান। এরপর ম্যাকলিডের ৪৪ রান ছাড়া কেউ দাঁড়াতে না পারলে ম্যাচ ঝুঁকে যায় সিঙ্গাপুরের দিকে। ৪১ বছর বয়সী বোলার বিজয় কুমারের দারুন স্পেলে ভেঙে যায় প্রতিপক্ষের প্রতিরোধ। তিনি ৪ ওভার বল করে মাত্র ১৬ রানের খরচায় নেন তিনি। ম্যাচসেরাও হয়েছেন এই অভিজ্ঞ বোলার।
রিপোর্টটি লেখা পর্যন্ত আরো তিনটি মাচ চলছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ