Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভিযানে গৃহহীন ৩ লাখ মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

সিরিয়ার উত্তর-প‚র্বাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় তুরস্কের অভিযানে এখন পর্যন্ত তিন লাখেরও বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ২০১৯ সালের ৯ অক্টোবর তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। আঙ্কারা বলছে, তুরস্কে আশ্রয় নেওয়া ২০ লাখেরও বেশি শরণার্থীকে পুনর্বাসনের জন্য সেখানে তারা একটি সেফ জোন গড়ে তুলতে চায়। সংস্থাটির প্রধান রামি আবদেল রাহমান বলেন, ‘তুরস্ক অভিযান শুরু করার পর থেকে তিন লাখেরও বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৭১ জন বেসামরিক। এর আগে জাতিসংঘের মানবাদিকার সমন্বয়ক বিষয়ক দফতর জানিয়েছিলো ১ লাখ ৬০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তবে সিরিয়ান অবজারভেটরি সংস্থার হিসেব অনুযায়ী এই সংখ্যা প্রায় দ্বিগুণ। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ