Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামীকে ডিভোর্স দিয়ে মেয়ের ভাসুরকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

সাধারণত বিতর্কিত বিয়ে তরুণ-তরুণীদের মধ্যেই বেশি হয়ে থাকে। বাবা-মা’কে বুঝিয়ে ভালবাসার মানুষকে বিয়ে করার জন্য রাজি করিয়ে থাকেন বয়সে ছোটরাই। কিন্তু ভারতের পাঞ্জাবে ঘটেছে ঠিক উল্টোটা। সেখানে নিজের মেয়ের এক ভাসুরকে বিয়ে করেছেন এক নারী। দুজনের মধ্যে স¤পর্কের জটিলতা ছাড়া, বয়সের পার্থক্যও বেশ। ওই নারীর বয়স ৩৭, আর তিনি যাকে বিয়ে করেছেন তার বয়স ২২। এমন ঘটনায় অবাক হয়েছেন অনেকেই। ব্রিটিশ নিউজ ওয়েবসাইট দেশিব্লিটজডটকমের বরাত দিয়ে এ খবর দিয়েছে গাল্ফ নিউজ। খবরে বলা হয়, পাঞ্জাবের মালিকপুর গ্রামে এই বিরল ঘটনা ঘটে। নিজের মেয়ের ভাসুরের সঙ্গে স¤পর্ক গড়ে ওঠেছিল ওই নারীর। তারা নিয়মিত দেখা করতো। চলতি মাসের শুরুর দিকে নতুন করে বিয়ে করতে বর্তমান স্বামীকে ডিভোর্স দেন ওই নারী। প্রতিবেদন অনুসারে, তার মেয়ে তাদের এই স¤পর্কের কথা জানতো না। ১৪ই অক্টোবর নিজের বাড়ি ঘুরতে এসে সেখানে ভাসুরকে দেখে অবাকই হয়েছিলেন তিনি। তখনই ঘটনাটি জানাজানি হয়। উভয় পরিবার থেকে এই বিয়ে মেনে নেয়া হবে না বলে জানানো হয়। পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকলে আদালতে যান সদ্য বিবাহিতরা। পরিবারের সদস্যদের কাছ থেকে সুরক্ষার আবেদন করেন। আগামী ৩১ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। গাল্ফ নিউজ।



 

Show all comments
  • Showkat Ali ১৯ অক্টোবর, ২০১৯, ১:৫০ এএম says : 0
    ইসলামি শরিয়াহ না থাকলে যা হয় আর কি। সব খেয়াল খুশি মতো চলছে।
    Total Reply(0) Reply
  • মশিউর ইসলাম ১৯ অক্টোবর, ২০১৯, ১:৫১ এএম says : 0
    এভাবেই সামাজিক সৌন্দর্য বন্ধন ধ্বংস হয়ে মানুষ বন্য প্রাণীতে পরিণত হবে।
    Total Reply(0) Reply
  • নীল আকাশ ১৯ অক্টোবর, ২০১৯, ১:৫১ এএম says : 0
    মেয়ের ভাসুরের এমন কি আছে যা ওর স্বামীর নেই। যত্তসব নষ্ট মহিলা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ