Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালেবান বিরোধী যুদ্ধে নিহত ৪ হাজার ৩১৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে তালেবানের বিরুদ্ধে যুদ্ধে ৪ হাজার ৩১৩ জনেরও বেশি বেসামরিক লোক হতাহত হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএমএ)। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৪২ শতাংশ বেড়েছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ১ হাজার ১৭৪ জন নিহত এবং আহত হয়েছে ৩ হাজার ১৩৯ জন। গত তিন মাসে ৭৮৫ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং ১ হাজার ২৫৪ জন আহত হয়েছেন। সব মিলিয়ে চলতি বছরে আফগানিস্তানে মোট হতাহতের সংখ্যা ৮ হাজারেরও বেশি। এতে আরও বলা হয়েছে, গত মাসে আফগানিস্তানের নির্বাচনী সহিংসতায় ৮৫ জন সাধারণ নাগরিক নিহত এবং ৩৭০ জনের বেশি আহত হয়েছেন। রয়টার্স, ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ