Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা ইলিশ রক্ষায় পিরোজপুর পুলিশের যৌথ অভিযান

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৯, ৩:৩৭ পিএম

মা ইলিশ রক্ষায় পিরোজপুর বিভিন্ন নদীতে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে পিরোজপুর জেলা পুলিশ ও মৎস্য বিভাগ।
গতকাল বৃহস্পতিবার রাতব‌্যাপী পিরোজপুরের কঁচা, সন্ধ্যা ও কালিগঙ্গা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
সে সময় নদী থেকে অবৈধ পাঁচ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে সেগুলো কুমিরমরা ফেরিঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জাল থেকে প্রাপ্ত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দান করা হয়।
অভিযানে পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা মৎস‌্য কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা অংশ নেয়।
মা ইলিশ সংরক্ষণের জন্য সরকার ঘোষিত ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিনের এ নিষেধাজ্ঞা যাতে যথাযথভাবে পালন করা হয় । এজন্য মৎস্য বিভাগের পাশাপাশি পুলিশ প্রশাসনও সচেষ্ট ভূমিকায় রয়েছে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইলিশ

৫ মার্চ, ২০২২
১২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ