Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভয়নগরে বাসচাপায় নারীসহ ২ পথচারী নিহত

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৯, ২:২৯ পিএম

যশোরের অভয়নগরে নিয়ন্ত্রণহীন যাত্রীবাহী বাসের চাপায় নারীসহ ২ পথচারী নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৬টার দিকে যশোর-খুলনা মহাসড়কের জাফরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোরের অভয়নগর উপজেলার জাফরপুর গ্রামের গোলাম রব্বানী (৭৫) ও একই উপজেলার দত্তগাতি গ্রামের জোছনা বেগম (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী প্রিন্স পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী গোলাম রব্বানী ও জোসনা বেগমকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই দুই পথচারী নিহত হয়। তবে বাসের যাত্রীদের মধ্যে কয়েকজন আহত হলেও আঘাত তেমন গুরুতর নয়।
নওয়াপাড়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, নিহত দুই পথচারীর লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ