মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) টেক্সাসে সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, তুর্কিশ ও কুর্দিশ বাহিনীকে তিনি প্রাণঘাতি যুদ্ধের সুযোগ করে দিয়েছিলেন এই জন্য যে তারা শিশুদের মতো। দুই পক্ষেরই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করার প্রয়োজন ছিল।
টেক্সাসে সমর্থকদের এক সমাবেশে তিনি বলেন, আমি যেটা করেছি, সেটা প্রচলিত কোনো রীতি না। বলেছি- কিছুটা সময়ের জন্য তাদের যুদ্ধে যেতে হবে।
তার মতে, তারা দুটি শিশুর মতোই, তাদের প্রথমে যুদ্ধ করতে দিতে হবে, পরে দুজনকে দুদিকে সরিয়ে দিতে হবে। তারা অল্প কয়েকদিন যুদ্ধ করেছে। এটা ছিল কিছুটা অনিষ্টকর।
কুর্দিশ যোদ্ধাদের সঙ্গে প্রতারণা করে উত্তর সিরিয়া থেকে এক হাজার সেনা প্রত্যাহারের ঘটনাকে তার অনুগত লোকজনও সমালোচনা করেছেন।
সিরিয়ায় ইসলামিক এস্টেটের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র ছিল ওয়াইপিজি যোদ্ধারা।
আইএসবিরোধী জোটে মার্কিন প্রেসিডেন্টের সাবেক বিশেষ দূত ব্রেট ম্যাকগুরক বলেন, দুটি শিশুর লড়াইয়ের সঙ্গে তুর্কি-কুর্দিদের তুলনা খুবই অশ্লীল ও অজ্ঞতার শামিল।
টুইটারে তিনি বলেন, দুই লাখ নিরপরাধ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যুদ্ধাপরাধের বিশ্বাসযোগ্য প্রতিবেদন রয়েছে। আইএস বন্দিরা পালিয়েছে। মার্কিন সেনারা সরে এসেছেন এবং নিজেদের অবস্থানে বোমা মেরেছেন। সেগুলো রাশিয়ার কাছে হস্তান্তর করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।