Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে রেলওয়ের উচ্ছেদ অভিযান ১ কি.মি এলাকা দখলমুক্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

নারায়ণগঞ্জে টানা দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে। এতে প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের জমি অবৈধ দখল থেকে মুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শহরের এক নং রেলগেটের সামনে থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার ও ডেপুটি কমিশনার মো. নজরুল ইসলাম। অভিযানে রেলওয়ের জমিতে স্থাপিত থান কাপড়ের মার্কেট উচ্ছেদ করা হয়। উচ্ছেদের খবর পেয়ে সকাল থেকেই মার্কেট থেকে মালামাল সরিয়ে নেন ব্যবসায়ীরা। দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম জানান, রেলওয়ের জমি অবৈধভাবে দখলে রেখে যেসব স্থাপনা তৈরী করা হয়েছিল টনা দ্বিতীয় দিনের মতো সেসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তিনি জানান, গতকাল প্রায় এক কিলোমিটার রেলওয়ের জমি অবৈধ দখল থেকে মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে এই উচ্ছেদ অভিযান চলবে। রেলওয়ের সকল জমি দখলদারমুক্ত করা হবে।

এর আগে, গত বুধবার রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা নয় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের ১ নং রেলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করে রেলওয়ে কর্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেলওয়ের উপসচিব মো.নজরুল ইসলাম জানান, রেলস্টেশনের পশ্চিম পাশে রেলওয়ের প্রায় তিন একর জমি দখল করে গড়ে ওঠে একটি টিনশেড মার্কেট। ফলের দোকান, জুতার দোকান, রেডিমেট জামাকাপড়ের দোকান, স্কুল ব্যাগের দোকান, বস্তিঘরসহ কাঁচা-পাকা নয় শতাধিক স্থাপনা গড়ে ব্যবসা করে আসছিল একটি প্রভাবশালী মহল। গত বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা এরকম নয় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় রেলওয়ের জমি দখল করে গড়ে ওঠা একটি মন্দিরের একাংশ ভেঙে দেয়া হয়। বাকি স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মন্দির কমিটিকে সময় দেয়া হয়।

ওই দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নারায়ণগঞ্জে রেলওয়ের আরো প্রায় ১০ একর জমি অবৈধ দখলদাররা দখল করে মার্কেট, দোকানসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে। এসব স্থাপনা আগামী তিনদিন টানা অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে। উচ্ছেদকৃত জমি যাতে আবার দখল হয়ে না যায়, সেজন্য মনিটরিং করা হবে। কারণ নারায়ণগঞ্জ রেলস্টেশন প্রায় ১০০ বছরের পুরনো। এটি ডাবল লাইন করার জন্য প্রকল্পের কাজ চলমান রয়েছে। ওই প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্যই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
অভিযানে রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হামিদউল্লাহ, সার্ভেয়ার ইকবাল মাহমুদ, কনসালট্যান্ট আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দখল

১৩ ডিসেম্বর, ২০২২
১৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ