Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁর রাণীনগরে মাদকসহ তিন জন আটক

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৯, ৬:৪০ পিএম

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
থানাপুলিশ জানায়,বৃহস্পতিবার সকালে মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাসপাতাল এলাকা থেকে রাজু আহম্মেদ (৩৫) নামে একজনকে ১৬ পুড়িয়া হেরোইনসহ আটক করে। রাজু নওগাঁ সদরের পার নওগাঁ সরদার পাড়া মহল্লার আজিজার রহমানের ছেলে। একই সময় পশ্চিম বালুভরা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের রমজান আলীর ছেলে জহুরুল হক (২৮) কে ২১ পুড়িয়া হেরোইনসহ আটক করে। এছাড়া বুধবার সন্ধ্যায় বেলোবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের জামিল প্রামানিকের ছেলে লিটন প্রাামানিক (৩০) কে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে গতকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে রাণীনগর থানার ওসি (তদন্ত ) আব্দুল গণি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদকসহ আটক

৭ এপ্রিল, ২০২২
১০ আগস্ট, ২০২১
১৯ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ